দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাম্প্রতিক সময়ে দুই বাংলার যৌথ প্রযোজনার ছবি নির্মিত হচ্ছে। এবার ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা দেবের বিপরীতে অভিনয় করছেন বাংলাদেশের অভিনেত্রী সোহানা সাবা।
যৌথ প্রযোজনায় নির্মিত ‘চোখের জল’ নামে ওই ছবিতে সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন সোহানা সাবা। এই ছবিতেই তার বিপরীতে অভিনয় করবেন বর্তমান সময়ে কোলকতার জনপ্রিয় নায়ক দেব।
সাবা বলেন, ‘দেবের বিপরীতে কাজ করতে পেরে বেশ ভালো লাগছে। এতে বদলে যাওয়া অন্য এক সোহানা সাবাকে দর্শকরা আবিষ্কার করতে পারবেন।’
কবে নাগাদ ছবিটির শুটিং শুরু হবে তা এখনও নিশ্চিত হয়নি। ঢাকা-কোলকাতাসহ এশিয়া ও ইউরোপের বেশ কয়েকটি দেশের বিভিন্ন লোকেশনে ছবির শুটিং হবে বলে জানা গেছে।
কোলকাতার পক্ষে ছবিটি পরিচালনা করবেন বাসুদেব। তবে বাংলাদেশের পক্ষে কে এখনও বিষয়টি জানা যায়নি।