দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন মুলুকের চরম বিতর্কিত ব্যক্তি অবসরপ্রাপ্ত মেরিন জেনারেল জেমস ম্যাটিস যিনি ‘পাগলা কুকুর’ বলেই বেশি পরিচিত তাকে প্রতিরক্ষামন্ত্রী করছেন ট্রাম্প!
যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রতিরক্ষামন্ত্রী হিসেবে অবসরপ্রাপ্ত মেরিন জেনারেল জেমস ম্যাটিসকে নিয়োগ দিতে চলেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গতকাল (বৃহস্পতিবার) জেমস ম্যাটিসের নাম ঘোষণার মাধ্যমে রিপাবলিকান নেতা ট্রাম্প তার প্রশাসনের প্রায় সব শীর্ষ পদের নিয়োগ সম্পন্ন করলেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদটি সিনেট অনুমোদন দিলেই প্রশাসনের পূর্ণতা পাবে।
ডোনাল্ড ট্রাম্প ওহাইও’র এক কর্মসূচিতে অংশ নিয়ে বলেন, ‘এই পদে সেই (জেমস ম্যাটিস) আমাদের কাছে সেরা।’
পেন্টাগনের ইতিহাসে ৬৬ বছর বয়সী এই জেনারেল ম্যাটিস ‘পাগলা কুকুর’ বলেই অধিক পরিচিত। বারাক ওবামার মধ্যপ্রাচ্য বিশেষ করে ইরান নীতি নিয়ে সমালোচনায় সরব ছিলেন জেনারেল ম্যাটিস।
কারণ হলো জেনারেল ম্যাটিস মনে করেন যে, একমাত্র ইরানের কারণেই মধ্যপ্রাচ্যে সব রকমের অস্থিতিশীল পরিস্থিতি ও শান্তি বিনষ্ট হচ্ছে।
সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেছেন, ‘আমরা আমাদের ‘পাগলা কুকুর’ ম্যাটিসকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দিতে যাচ্ছি। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের কমান্ডার জেনারেল জর্জ প্যাটনকে খুব কাছ হতে দেখেছেন। তিনিই প্রকৃতপক্ষে সত্যিকারের জেনারেলদের জেনারেল।’
১৯৯১ সালে জেনারেল ম্যাটিস গ্রালফ যুদ্ধ প্রথম নেতৃত্ব দেন। তারপর ২০০১ সালে দক্ষিণ আফগানিস্তানে যুক্তরাষ্ট্র বাহিনীর নেতৃত্বে ছিলেন।
এছাড়াও তিনি ২০০৩ সালে ইরাকের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেন। সেখানে এক বছর পর ফালুজা যুদ্ধে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
২০১৩ সালে জেনারেল ম্যাটিস যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ডার হিসেবে অবসরে যান। সংবাদদাতারা মনে করছেন, যুক্তরাষ্ট্রের বাহিনীতে জনপ্রিয় হিসেবে নিয়োগ পেতে চলেছেন জেনারেল ম্যাটিস। তবে তাকে নিতে ট্রাম্পকে আইনিভাবে বেগ পেতে হতে পারে।
এর কারণ হলো, যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, অবসরের ৭ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত কারও প্রতিরক্ষা বিভাগের ইউনিফর্ম পরা সম্ভব না।
কিন্তু প্রতিনিধি পরিষদ এবং কনগ্রেসে সংখ্যাগরিষ্ট থাকায় রিপাবলিকানরা এই আইন সংশোধন করে জেমস ম্যাটিসের নিয়োগের বৈধতা দিতে পারবেন বলে ধারণা করা যাচ্ছে।
উল্লেখ্য, ২০০৫ সালে জেমস ম্যাটিস চরম সমালোচিত হন। কারণ হলো তিনি সে সময় মজা করতে গিয়ে বেশ কয়েকজনকে গুলি করেছিলেন!
This post was last modified on ডিসেম্বর ২, ২০১৬ 10:28 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শীতকালীন ঝড় এবং অবিরাম বৃষ্টির কারণে ফিলিস্তিনের গাজায় এক ভয়াবহ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অস্ট্রেলিয়ার তাসমানিয়ার এক সৈকতে একজন কুকুরচালক হঠাৎ দেখতে পান একটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ৩ পৌষ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ছোট মাছ যেমন- মলা, কাচকি, পুঁটি, টেংরা, তিনকাটা, খরে ইত্যাদি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গণিতের বিশাল জগতে কোন সংখ্যাটি আসলে সবচেয়ে বেশি প্রভাব ফেলে?…