দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গ্রাফিনের মতো ২ডি উপকরণ ব্যবহারে আধুনিক যুগের ইলেক্ট্রনিক ও ফটোনিক ডিভাইসগুলো দ্রুতগতি করতে পারে। সম্প্রতি গবেষকরা এমন তথ্য দিয়েছেন।
নতুন এক গবেষণায় জানা গেছে, ২ডি উপকরণ ব্যবহারের কারণে ডিভাইসগুলো অপেক্ষাকৃত ছোট ও কার্যকরী হতে পারে।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ২ডি বা দ্বিমাত্রিক উপকরণগুলো ন্যানো ম্যাট্রিয়েলসের একটি শ্রেণী, যার পুরুত্বে কিছু পরমাণু বিদ্যমান। এই উপকরণের দ্বিমাত্রিক প্লেনে ইলেকট্রনগুলো উন্মুক্তভাবে চলাফেরা করতে সক্ষম। তবে তৃতীয় মাত্রিকে কোয়ান্টাম মেকানিক্স তাদের চলাফেরা নিয়ন্ত্রণ করে। গ্রাফিন, অবস্থান্তর ধাতুর ডাইক্যালকোজেনিডস ও কালো ফসফরাসের মতো ২ডি উপকরণগুলোও ইলেকট্রনিক ও ফটোনিক ডিভাইসের উন্নতি ঘটাতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা এসব উপকরণের বৈশিষ্ট্য দেখার পর এই সম্ভাবনার কথা বলেছেন।
যুক্তরাষ্ট্রের মিনেসোটা বিশ্ববিদ্যালয় ও স্টানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা কয়েক ডজন ২ডি উপকরণের অপটিক্যাল বৈশিষ্ট্য পরীক্ষা করেন। কোয়াসিপার্টিক্যালের শ্রেণী পোলারিটনস কিভাবে ইলেক্ট্রনিক চার্জ ডিপোল ও একাধিক ফোটনের মাধ্যমে উৎপন্ন হয় তা বিশ্লেষণ করেছেন গবেষকরা। বিশ্লেষণের কারণে তারা ক্ষুদ্রাকৃতির ইলেক্ট্রন ও ফোটন লাইট কণার স্পিডের মধ্যে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হয়েছে।
মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের তড়িৎ এবং কম্পিউটার প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক ও এই গবেষণার প্রধান গবেষক টনি লোও বলেছেন, ‘ডিভাইস অপেক্ষাকৃত ক্ষুদ্রাকৃতির চাই। আমরা ডিভাইসগুলো দ্রুতগতির ও কার্যকরীও দেখতে চাই।’
This post was last modified on ডিসেম্বর ৩০, ২০২১ 5:01 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যাদের শীত বেশি অর্থাৎ যারা শীতে একটুতেই কাতর হয়ে পড়েন…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শাহরুখ খান এবং গৌরী খানের ৩৩ বছরের দাম্পত্য জীবনে ধর্ম…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গত বছরের ডিসেম্বরের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘নেচার ইজ় ব্রুটাল’ নামে এক্স হ্যান্ডল হতে পোস্ট করা ভিডিওটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২৩ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্রণ বিষয়ে চিকিৎসকরা মনে করেন, অ্যাডাল্ট অ্যাকনির নেপথ্যে মূল কারণ…