দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অবশেষে রোহিঙ্গা নির্যাতনে আন্তর্জাতিক চাপের মুখে অতীত ভুলে ঐক্যের ডাক দিলেন মিয়ানমারের নেত্রী সু চি!
মিয়ানমারে অব্যাহত রোহিঙ্গা নির্যাতন নিয়ে দীর্ঘদিন চুপ থাকলেও অবশেষে আন্তর্জাতিক চাপের মুখে মুখ খুললেন দেশটির নেত্রী অং সান সুচি। তিনি অতীত ভুলে ঐক্যের আহ্বান জানালেন। গত বৃহস্পতিবার সিঙ্গাপুরে ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে এই আহবান জানিয়েছেন তিনি।
জোট নিরপেক্ষ আন্দোলন (ন্যাম)’র সংবাদমাধ্যম এনএনএন এক খবরে বলেছে, সুচি তিনদিনের সফরে ৩০ নভেম্বর সিঙ্গাপুরে আসেন। রোহিঙ্গা মুসলিমদের বিষয়ে সুচি’র নীরবতা নানামুখি সমালোচনার জম্ম দিলেও “গণতন্ত্রের” নেত্রী বলে অধিক পরিচিত সুচি এতোদিন বিষয়টি নিয়ে নীরব ছিলেন।
সিঙ্গাপুরের ব্যবসায়ীদের উদ্দেশ্যে ৭১ বছর বয়সী সুচি বলেছেন, “আপনারা জানেন, আমাদের জন্য নানারকম চ্যালেঞ্জ রয়েছে। মায়ানমার এমন একটি দেশ, যেখানে নানাধরনের সম্প্রদায়ের বসবাস। বৈচিত্র্যপূর্ণ এদেশে সিঙ্গাপুরের মতো স্থিতিশীলতা ও আইনের শাসন আমরা প্রতিষ্ঠা করতে চাই,”।
উল্লেখ্য, গত ৯ অক্টোবর মিয়ানমারের রাখাইন রাজ্যে নিরাপত্তা বাহিনীর ওপর সশস্ত্র জঙ্গী গোষ্ঠীদের হামলার পর রোহিঙ্গা মুসলিমদের ওপর ব্যাপক অভিযান শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। এর পর দেশটির সেনা ও পুলিশ বাহিনী শতাধিক মানুষকে হত্যার পাশাপাশি এক হাজারেরও বেশি বাড়িঘর জ্বালিয়ে দিলে বিশ্বজুড়ে শুরু হয়েছে নানা সমালোচনা। বিশেষ করে শান্তিতে নোবেল বিজয়ী দেশটির নেত্রী সু চির নীরবতার কারণে তার শান্তিকে নোবেল পদক ফেরত নেওয়া উচিত বলেও মন্তব্য করা হয়।
This post was last modified on ডিসেম্বর ৯, ২০১৬ 12:36 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেওয়ার কারণে ৫ বাংলাদেশিসহ চার শতাধিক…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গাছে ঝুলন্ত একটি কুমিরকে লেজ দিয়ে পেঁচিয়ে ফেলেছে এক অজগর।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গরমের এই সময় ঘেমেনেয়ে ঠাণ্ডা পানীয়তে চুমুক দেওয়া কিংবা খাওয়াদাওয়ার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমানে প্রযুক্তিনির্ভর জীবনে ল্যাপটপ একটি অত্যাবশ্যকীয় ডিভাইস। পড়াশোনা, অফিসের কাজ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গবেষকরা বলেছেন, ব্যথানাশক ওষুধ আইবুপ্রোফেনের মতোই কাজ করবে এই তেলটি।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এক গুরুতর অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন জনপ্রিয় সিরিজ ‘স্কুইড গেম’…