দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। তিনি তার অতীত জীবন সম্পর্কে অনেক কথায় বলেছেন। তিনি বলেছেন, নায়িকা হওয়ার আগে তাকে বখাটেরা শিস দিতো!
ঢাকায় চলচ্চিত্রের বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি সম্প্রতি এক সহযোগি সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তার অতীত জীবনের অনেক কথায় বলেছেন। অতীতে তাকে নিয়ে এলাকার ছেলেরা কেমন আচরণ করতো তাও অপকটে বলেছেন হালের এই জনপ্রিয় অভিনেত্রী। বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন কোনো রকম রাকঢাক না করেই।
সিনেমায় নায়িকারা কেনো গরীব ছেলের প্রেমে পড়ে ইত্যাদি ইত্যাদি বিষয়গুলোও ছিলো তার সাক্ষাৎকারের ভিতরে। মাহিয়া বলেছেন, নায়ককে প্রেমদিয়ে বড়লোক করার আশায় হয়তো।
ব্যক্তিগত প্রশ্নের মধ্যে ছিলো মাহির বাজার করতে কেমন লাগে সে প্রশ্ন। উত্তরে মাহি বলেছেন, বাজার করতে আমার ভালোই লাগে। সময় পেলেই বাজারে যাই। তবে মাহী আপু বলেই দাম হয়তো বাড়তি রেখে দেয় দোকানদাররা!
মাহিকে প্রশ্ন করা হয়, সিনেমায় বখাটে ছেলেরা নায়িকাকে শিস দিতে দেখা যায়। আপনার কি এমনটি ঘটেছেন কখনও?
উত্তরে মাহি বলেছেন, হ্যাঁ, এমনটি আমার জীবনেও ঘটেছে। তবে সেটি নায়িকা হওয়ার অনেক আগে, ছোটবেলায়। তবে এখন হয় না।
মাহিকে প্রশ্ন করা হয়, তার মানে আপনার অ্যাকশনধর্মী সিনেমা দেখে কী এখন তারা ভয় পায়?
উত্তরে মাহি বলেন, হয়তো হতেও পারে। হয়তো তারা ভাবছে আমি এখন রুখে দাঁড়াতে পারি।