দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের ছবি সম্বলিত আইফোন এবার বাজারে এসেছে। নতুন এই ফোনটি স্বর্ণ খচিত!
এই ফোনটির রিয়ার প্যানেলে ট্রাম্পের ছবিও ব্যবহার করা হয়েছে। সেখানে লেখা রয়েছে ডোনাল্ড ট্রাম্প।
জানা গেছে, স্পেশাল এডিশনের এই আইফোন ৭ বিক্রি করছে গোল্ডজেনি নামের আরব আমিরাতের একটি প্রতিষ্ঠান। এটির মূল্য ধরা হয়েছে ১৫ লাখ ৫১ হাজার ডলার। ফোনটিতে স্বর্ণের পাশাপাশি ব্যবহার করা হয়েছে হীরা। যে কারণে এই ফোনটির দাম অনেক বেশি।
উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাষ্ট্রের ৪৫ তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প।