দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় মেয়ে ইভানকা ট্রাম্পের সঙ্গে বিমানে বাদানুবাদের জেরে এক যাত্রীকে বিমান হতে নামিয়ে দেওয়া হয়েছে।
ওই ব্যক্তি বিমানে উচ্চস্বরে ইভানকাকে বলতে থাকেন, ‘তুমি কেনো আমাদের ফ্লাইটে? তোমার তো ব্যক্তিগত বিমান ব্যবহার করা উচিত।’
তিনি আরও বলেন, ‘তোমার বাবা (ট্রাম্প) দেশকে ধ্বংস করছে।’ এ কথা বলার পরই মূলত দু’জনের মধ্যে মৃদু কথা কাটাকাটি শুরু হয়ে যায়।
এরপর নিউইয়র্কের জন এফ কেনেডি আর্ন্তজাতিক বিমানবন্দরে ওই যাত্রীকে নামিয়ে দিয়ে ফ্লাইটটি রওনা হয়। ওই যাত্রী পরের ফ্লাইটে যান।
উল্লেখ্য, পরিবারের সঙ্গে ছুটি কাটানোর জন্য বৃহস্পতিবার ইভানকা নিউইয়র্কের জেএফ কেনেডি বিমানবন্দরে জেডব্লু এয়ারওয়েজের একটি ফ্লাইটে হাওয়াই দ্বীপপুঞ্জে যাচ্ছিলেন। সেখানেই ঘটে এমন একটি অপ্রত্যাশিত ঘটনা। ডোনাল্ড ট্রাম্প এবং তার পরিবার ফ্লোরিডার পাম বিচে মার-এ-লাগো রিসোর্টে বড়দিনের ছুটিতে ব্যস্ত সময় পার করছেন।