দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বছরের শেষে এসে জনপ্রিয় সঙ্গীতশিল্পী তাহসানের নতুন গান ‘প্রিয় অসুখ’ পাঠকদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে।
জনপ্রিয় সঙ্গীতশিল্পী তাহসান ‘ছিপ নৌকা’ দিয়ে শুরু করেছিলেন ‘প্রিয় অসুখ’ দিয়ে বছরটা শেষ করলেন। সম্প্রতি ‘প্রিয় অসুখ’ শিরোনামে তাহসানের নতুন একটি গানের মিউজিক ভিডিও প্রকাশ পেয়েছে। গানটি প্রকাশের মাত্র কয়েক দিনে প্রায় ছয় লাখ বার দেখা হয়ে গেছে। শুধু গানই নয়, সেইসঙ্গে ভিডিওর প্রশংসাও করছেন অনেকেই।
আবার অনেকেই ভিডিওটির দৃশ্যধারণের স্থানের নামও জানতে চেয়েছেন। কারণ ভিডিওটি যেসব লোকেশনে ধারণ করা হয় সেগুলো খুব সুন্দর। গায়কের পাশাপাশি মডেলদেরও প্রশংসা করেছেন সবাই। প্রিয় গায়কের কাছ থেকে এরকম সুন্দর কাজের আরও প্রত্যাশা করেছেন তারা। তাহসানও ভক্তদের ধন্যবাদ দিয়েছেন প্রশংসার জন্য।
জানা গেছে, তুষার হাসান ‘প্রিয় অসুখ’ গানটি লিখেছেন। গানের সুর ও সংগীত করেছেন ইকবাল আসিফ ও শাওন গানওয়ালা। গানটির সংগীতায়োজন করেছেন- ইকবাল আসিফ। গানের ভিডিওটি পরিচালনা করেছেন শাহরিয়ার পলক। তাহসানের গানের ভিডিওটিতে মডেল হয়েছেন ইমরান আহমেদ এবং ইফফাত তৃষা।
দেখুন গানের ভিডিওটি