দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মিসরে আরও এক রহস্য উন্মোচিত হয়েছে! প্রায় সাড়ে ৪ হাজার বছরের প্রাচীন রহস্য উঠে এসেছে। রহস্যের মূলে রয়েছে একটি দেওয়াল।
যাবতীয় রহস্য সৃষ্টি হয়েছে এই দেওয়ালটিকে ঘিরে। প্রত্নতাত্ত্বিকরা গবেষণার জন্য খননকার্য চালাতে গিয়ে এই দেওয়ালটির খোঁজ মিলেছে। দেওয়াল ভাঙলেই আবিষ্কার হতে পারে কোনও ফ্যারাওর মমি।
ইউনিভার্সিটি অফ বার্মিংহামের একদল গবেষক খননকার্য চালাচ্ছিলেন নীল নদের পশ্চিম উপত্যকায় কুবেত এল হাওয়া নামক স্থানে। মিশরের প্রাচীন স্থাপত্য ছড়িয়ে রয়েছে এই স্থানটিতে। সেখানেই মাটির তলায় মিলেছে একটি দেওয়াল।
গবেষকরা পরীক্ষা করে দেখেছেন যে, দেওয়ালটির বয়স কম করে ৪ হাজার ২শ’ বছর। এই দেওলাটি আসলে একটি সমাধি। গবেষকদের ধারণা হলো, এখানে একটি নয়, রয়েছে দুটি সমাধি। প্রাচীন মিশরের শাসক হারখুফ এবং হেকিবের মমি রয়েছে।
আবিষ্কৃত এই সমাধিটি ফ্যারাওদের স্টাইলে। অতএব, কোনও হারিয়ে যাওয়ার ফ্যারাওর খোঁজ মেলার আশা প্রবল হচ্ছে। ২,২৭৮ খ্রিস্টপূর্বাব্দের মধ্যেই তৈরি করা হয় সমাধিটি।
উল্লেখ্য, গত বছরে ওই এলাকাতে ৩ হাজার ৮শ’ বছরের প্রাচীন একটি মমি উদ্ধার হয়।