দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এবার জাতিসংঘ ত্যাগ করার পরামর্শ দিলেন আলাস্কার রিপাবলিকান দলের সাবেক গভর্নর সারাহ পালিন!
ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ ইহুদি বসতি নির্মাণের নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে ইসরাইলের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সম্প্রতি একটি প্রস্তাব পাস হওয়ায় পর জাতিসংঘ ত্যাগ করার পরামর্শ দিলেন আলাস্কার রিপাবলিকান দলের সাবেক গভর্নর সারাহ পালিন!
যুদ্ধবাজ হিসেবে পরিচিত সারা পালিন ব্রেইটবার্ট ডেইলি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারের সময় বলেন, জাতিসংঘ হতে বেরিয়ে আসার জন্য পরবর্তী প্রেসিডেন্টের সামনে দুটি পথ খোলা রয়েছে। একটি হচ্ছে- জাতিসংঘের সঙ্গে সকল রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করা। তিনি তার ভাষায় বলেছেন, এই সংস্থার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে পারলে বিশ্বের যেখানে অন্যায় প্রতিষ্ঠা করা হয়েছে, সেখানেই বিশ্বের নেতা হিসেবে ন্যায় প্রতিষ্ঠা করে আমেরিকা তার সুনাম ফিরিয়ে আনতে পারবে।
নিউ ইয়র্কে অবস্থিত এই বিশ্ব সংস্থার কর্মকাণ্ডের বিরুদ্ধে মার্কিন সরকারের বিভিন্ন অংশের কর্মকর্তারা একযোগে অবস্থান নিতে পারেন বলেও মত দিয়েছেন তিনি।
উল্লেখ্য, আলাস্কার নবম গভর্নর হিসেবে ২০০৬ হতে ২০০৯ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন পালিন। তাছাড়া ২০০৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির ভাইস প্রেসিডেন্ট প্রার্থীও ছিলেন সারাহ পালিন।
This post was last modified on জানুয়ারী ১, ২০১৭ 11:24 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের অনেকেরই যখন-তখন চা বা কফি খাওয়ার অভ্যাস রয়েছে। তবে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘ট্রেন ড্রিমস’ সিনেমার গল্পে জীবন এবং মৃত্যু পাশাপাশি হাঁটে- ঠিক…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শীতকালীন ঝড় এবং অবিরাম বৃষ্টির কারণে ফিলিস্তিনের গাজায় এক ভয়াবহ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অস্ট্রেলিয়ার তাসমানিয়ার এক সৈকতে একজন কুকুরচালক হঠাৎ দেখতে পান একটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ৩ পৌষ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ছোট মাছ যেমন- মলা, কাচকি, পুঁটি, টেংরা, তিনকাটা, খরে ইত্যাদি…