দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ৪ জানুয়ারি ২০১৭ খৃস্টাব্দ, ২১ পৌষ ১৪২৩ বঙ্গাব্দ, ৪ রবিউস সানি ১৪৩৮ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
শীতের সকাল। সত্যিই এক অসাধারণ দৃশ্য এটি। শীতের সকালে গ্রাম-বাংলার পরিবেশ ঠিক এমন হয়ে থাকে।
হাড় কাঁপানো শীত গ্রামের মানুষদের পর্যুদস্তু করে তোলে। তবে এই শীতের বেশ কিছু ভালো দিকও রয়েছে। যেমন এই শীতে ভালো সবজির আগমন ঘটে। ফুলকপি, পাতাকপি, পালং শাক, নতুন আলুসহ এমন আরও অনেক সবজি রয়েছে যেগুলো শীতের ফসল। যদিও এসব ফসল আজকাল অন্য সময়ও দেখা যায়। তবে শীতের ফসলগুলো অত্যন্ত তরতাজা হয়ে থাকে।
তাছাড়া শীতে আরও একটি জিনিস মানুষকে প্রলুব্ধ করে। আর তা হলো শীতের পিঠা-আটা। এ সময় রস পিঠাসহ নানা রকম পিঠা-পুলির সমাগম ঘটে। তাই এই সময়টি গ্রামের মানুষদের কাছে অত্যন্ত আনন্দ-উৎসে পরিণত হয়। আজকের সকালে এমন সুন্দর একটি ছবির জন্য এর আলোকচিত্রীকে ধন্যবাদ।
ছবি: মুক্তিযোদ্ধার কন্ঠ -এর সৌজন্যে।