দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দিনকে দিন ফেসবুক শুধুই এগিয়ে যাচ্ছে সামনের দিকে। নতুন নতুন নানা পদক্ষেপ বাস্তবায়ন করছে ফেসবুক। এবার তারা ভিডিওতে বিজ্ঞাপন আনতে চলেছে!
ইউটিউবের সঙ্গে পাল্লা দিতে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এবার ভিডিও কনটেন্ট-এ বিজ্ঞাপন দেওয়ার পরিকল্পনা করছে। প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম রিকোড-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। মনে করা হচ্ছে, নতুন এই পরিকল্পনা ফেসবুক ও প্রকাশকদের আয়ের নতুন পথ করে দিবে।
জানা গেছে, ফেসবুক তাদের ভিডিও কনটেন্ট-এ ‘মিড রোল’ বিজ্ঞাপন ফরম্যাটের পরিকল্পনা করেছে। এতে করে ভিডিও প্রকাশকরা যেকোনো ভিডিও’র মাঝখানে ২০ সেকেন্ড পরে বিজ্ঞাপন ইনসার্ট করতে পারবেন। এতে ফেসবুক, প্রকাশক ও ভিডিও নির্মাতারা উভয়ই লাভবান হবে।
জানা যায়, নতুন এই সেবা হতে প্রাপ্ত রাজস্বের ৪৫ শতাংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে ফেসবুক কর্তৃপক্ষের। আর বাকি অর্ধেক বা তার কিছু বেশি রাজস্ব ভিডিও প্রকাশকদেরকে প্রদান করা হবে। এই একই পরিমাণ রাজস্ব আয় ইউটিউব তাদের আপলোডারদের প্রদান করে থাকেন।
সংবাদ মাধ্যমের খবরে জানানো হয়েছে, ফেসবুক প্রকাশকদেরকে এমন ভিডিও তৈরির অনুমতি দিবে। যেটি বিজ্ঞাপনদাতারা স্পন্সর করতে পারবেন। তবে এই সুবিধাটি কেবলমাত্র কিছু সংখ্যক সুপরিচিত প্রকাশকরা পাবেন।
উল্লেখ্য, ফেসবুক তাদের ওয়েবসাইটে ভিডিও আপলোডের জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
This post was last modified on জানুয়ারী ১১, ২০১৭ 8:25 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বলিউড অভিনেত্রী ও মডেল সানি লিওন আবারও বিয়ের পিড়িতে বসলেন।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর)…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) সদস্যদের জন্য…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ৩ স্ত্রী, ২ বান্ধবী, ১০ সন্তানকে নিয়ে সংসার বেকার যুবকের!…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ২০ কার্তিক ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাধারণতভাবে দেখা যায়, বেশিরভাগ মহিলা রক্তাল্পতার ঝুঁকিতেই ভোগেন। পিরিয়ডের সময়…