দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এমন কথা শুনে যে কেও আশ্চর্য না হয়ে পারবেন না। এমন এক ব্যতিক্রমি পার্লার যেখানে আগুন দিয়ে চুল কাটা হয়!
বাস্তবে এমনই এক বিশেষ পার্লার বা সেলুনের দেখা মিলেছে সুদূর পাকিস্তানে। পাকিস্তানের ওমর আল কোরাইশি নামে এক সাংবাদিক তার টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করেছেন। যেখানে দেখা যাচ্ছে যে, ওই সেলুনের কর্মী তার গ্রাহকদের চুল কাটার জন্য আগুন ব্যবহার করছেন!
ভিডিওটিতে দেখা যাচ্ছে, চুল কাটাতে বসা ব্যক্তির মাথায় ওই কর্মী প্রথমে লিকুইড ও পরে একধরনের পাউডার ছিটিয়ে দিচ্ছেন। তারপর লাইটার দিয়ে তাতে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে! এরপর প্রায় দাউ দাউ করে আগুন জ্বলে ওঠার সঙ্গে সঙ্গে ওইকর্মী দুই হাতে চিরুনি নিয়ে চুল আঁচড়াতে শুরু করছেন!
চুল কাটার এমন অভিনব পদ্ধতি বা এক কথায় বিস্ময়কর ভিডিওটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সাংবাদিক কোরাইশি ভিডিওটি আপলোড করার পর লিখেছেন যে, ‘আমরা মজা করছি না। আপনি এটিতে প্রকৃত অগ্নিশিখাই দেখতে পাবেন।’
নিজের টুইটরের বিপরীতে এক মন্তব্যকারীর উত্তরে কোরাইশি বলেছেন যে, ‘আমার মনে হয় ওই ব্যক্তির চুল সোজা করার জন্য এমন পদ্ধতি কাজে লাগানো হয়েছে।’
তবে ১ মিনিট ৫১ সেকেন্ডের ওই ভিডিওটি আপলোড করার পর তাকে সতর্ক বার্তা হিসেবে লেখা হয়েছে, ‘প্লিজ ডোন্ট ট্রাই দিস অ্যাট হোম।’ অর্থাৎ আপনি ভুলেও বাড়িতে এমন কাজ করতে যাবেন না।
This post was last modified on জানুয়ারী ৩১, ২০১৭ 9:36 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বপ্ন দেখে তা মনে রাখা সত্যিই দুষ্কর। আর তাই রাতের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৩০ কার্তিক ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোটা সংস্কার আন্দোলনের সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’- এর অন্যতম সমন্বয়ক…