দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বলিউডের ছবি “মুন্না ভাই” তে জনপ্রিয় “সার্কিট” চরিত্রে অভিনয় করা আরশাদ ওয়ারসি জানিয়ে দিলেন তিনি সঞ্জয় দত্তকে ছাড়া “মুন্না ভাই” সিরিজের নতুন ছবিতে অভিনয় করছেন না।
আরশাদ ওয়ারসি বলেন কিছু কিছু চরিত্রের কারনে দর্শক ছবিটি দেখতে উদগ্রীব থাকে, মুন্না ভাই ছবিতেও মুন্না ভাই (সঞ্জয় দত্ত) তেমন চরিত্র। সুতরাং মুন্না ভাই চরিত্র টি তে দর্শক সঞ্জয় দত্ত কে ছাড়া অন্য কারো কথা ভাবেনা। আপর দিকে সার্কিট যত না মুন্না ভাইয়ের, আরশাদ তার চাইতেও অনেক বেশি সঞ্জুর। সুতরাং সঞ্জু ছারা আরশাদ “মুন্না ভাই” ছবিতে কাজ করবেনা।
সঞ্জয় দত্ত বর্তমানে মুম্বাই বিস্ফোরণ-১৯৯৩ মামলায় আদালতের দেয়া সাজা ভোগ করছেন ।
আরশাদ ওয়ারসি জানান- “আমি “মুন্না ভাই” (সঞ্জয় বিহীন) ছবিতে কাজ করছিনা কারন কিছু কিছু চরিত্র থাকে যা সম্পূর্ণ ছবিকে প্রভাবিত করে এ ছবিতে সঞ্জয় তেমন একজন যাকে ছাড়া আর কেউ এ ছবির পূর্ণতা দিতে পারবেনা। ছবির মুন্না ভাই চরিত্রটি সঞ্জয়ের বাস্তব চরিত্রের সাথে একে বারে মিলে যায়।“
তিনি আরও যোগ করেন- “আমি মনে করি দর্শক ছবিটিতে মুন্না ভাই চরিত্রের জন্য সঞ্জয় দত্ত তেই মানিয়ে নিয়েছে এখন এই সময় সঞ্জয় ছাড়া ৪৫ বছরের আর কেউ এই চরিত্রের রুপ দিতে পারবেনা।“
এর আগে ছবিটির পরিচালক-প্রযোজক রাজকুমার হিরানি জানান তিনি এ বছরই মুন্না ভাই সিরিজের নতুন ছবির কাজে হাত দিবেন। সঞ্জয় যেহেতু কারাগারে, এবং সঞ্জয়ের আগের বয়সও নেই তাই তিনি এই চরিত্রে অন্য কাউকে খুজছেন। ৬ বছর আগের সঞ্জয় ও এখনকার সঞ্জয়ের বয়স বা চেহারা আর আগের মত নেই। তাই চরিত্রের প্রয়জনেই এই পরিবর্তন আনতে হচ্ছে।
মুন্না ভাই ও সার্কিট এই কালজয়ী দুই চরিত্রে সঞ্জয় দত্ত ও আরশাদ ওয়ারসির পরিবর্তে কাদের নেওয়া হবে সে ব্যাপারে রাজকুমার হিরানি এখনো নিশ্চিত নন। তিনি কেবল এ ছবির চিত্র-নাট্য লিখা শেষ করেছেন। তবে বলিউডের নাম করা দু-জন অভিনেতাকে হয়ত দেখা যাবে এ ক্ষেত্রে।
উল্লেখ্য “মুন্না ভাই” সিরিজের প্রথম দুটো ছবি “মুন্না ভাই M.B.B.S” (২০০৩) ও “লাগে রাহো মুন্না ভাই” (২০০৬) ছবি দুটিতে কেন্দ্রীয় চরিতে অভিনয়ের মাধ্যমে সঞ্জয় ও আরশাদ মুন্না ভাই ও সার্কিট এই দুই চরিত্রকে কালজয়ী করে তুলেন।
তথ্য সূত্রঃ টাইমস অফ ইন্ডিয়া
This post was last modified on মে ২০, ২০১৩ 8:22 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে দেওয়ার কঠোর নিন্দা জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তুরস্কের রাজধানী আঙ্কারায় “তোমক” নামে এক জনপ্রিয় বিড়ালকে শহরের ‘সম্মানিত…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ২৫ অগ্রাহায়ণ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শসা আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় অন্যতম পরিচিত এবং সহজলভ্য একটি সবজি।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যাপল ও গুগল বিশ্বজুড়ে তাদের ব্যবহারকারীদের আবারও নতুন করে সাইবার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় সবচেয়ে পরিচিত ও সহজলভ্য একটি সবজি হলো…