দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টোকিওর স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য সুখবর। কারণ সেখারকার বাসে থাকবে ব্যাটারির চার্জের ব্যবস্থা। তবে এটি দরকার রাজধানী ঢাকার বাসে। কারণ যানজটে ঘণ্টার পর ঘণ্টা থাকতে হয় বাসে।
বাসে চার্জের ব্যবস্থা থাকায় ব্যাটারির চার্জ ১০ শতাংশ হতে মুহূর্তেই এক শতাংশে নেমে আসার আশঙ্কায় থাকা ব্যক্তিদের সে সমস্যায় পড়তে হবে না।
এমন একটি সমস্যা সমাধানে জাপান এই প্রথমবারের মতো ফোন ও ট্যাবলেটের জন্য বাসে ইউএসবি চার্জিং মাউন্ট সংযুক্ত করতে চলেছে। পরীক্ষামূলকভাবে দেশটির রাজধানী টোকিও-এর একটি বাসে এই সেবাটি চালু করা হয়েছে। তবে কবে নাগাদ অন্যান্য আরও বাসে এই সেবা চালু করা হতে পারে সে সম্পর্কে কিছুই জানায়নি দেশটির বুরো অফ ট্রান্সপোর্টেশন।
প্রযুক্তি সাইট সিনেট জানিয়েছে, ৫টি ওয়াল-মাউন্টেড চার্জিং এবং কিছু কল বাটন সমন্বিত এই সেবা বিনামূল্যে পাওয়া যাচ্ছে।
ক্যাম্পগুলোতে দুটি স্টেশন স্থাপন করা হয়। এগুলো হতে ঘণ্টায় ১২টি প্লাগের জন্য বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব। যে কারণে প্রতিদিন ২৪০ জনের মতো মানুষ পাচ্ছেন বিনামূল্যে ফোন চার্জের সুবিধা।
শুরু জাপানে হলেও বিশ্বজুড়ে শীঘ্রই এই ব্যবস্থাটি চালু হবে বলে আশা প্রকাশ করা হয়েছে। বিশেষ করে বাংলাদেশে তথা রাজধানী ঢাকাতে যে পরিমাণে যানজট। ঘণ্টার পর ঘণ্টা বাসের মধ্যে বসে থাকতে হয় অফিসগামীদের। বাসে এই ব্যবস্থা চালু হলে যাত্রীদের চার্জের সমস্যায় পড়তে হবে না। অবশ্য বাংলাদেশ রেলওয়ের নতুন বগিগুলোতে চার্জিং ব্যবস্থা ইতিহমধ্যেই চালু হয়েছে।