দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ের ছোট পর্দার ব্যস্ততম অভিনেত্রী হলেন সাবিলা নূর। জনপ্রিয়তাও তার বেশ। দীর্ঘদিন নীরব থেকে আবার সরব হতে চলেছেন সাবিলা নূর।
গত দুই ঈদেও রেকর্ড পরিমাণ নাটক-টেলিছবিতে কাজ করেছেন সাবিলা নূর। তাই ঈদুল আজহার পর অনেকটা সময় বিশ্রামের মধ্যেই ছিলেন তিনি।
খুব অল্প সময়ের মধ্যেই অসংখ্য ভক্ত তৈরি হয় তার। তাই অভিনয় দেখার জন্য অপেক্ষা করে থাকে এসব ভক্তরা। কিছুদিন আগে সালমান মুক্তাদিরের সঙ্গে আলোচনায় আসেন নতুন করে। একটি অনুষ্ঠানে গিয়ে তিনি সালমানের প্রস্তাবকে উপেক্ষাও করেছিলেন। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ জলঘোলা হয়েছিলো। আবার সালমান মুক্তাদিরের স্ত্রী সেজেও তার বাসায় গিয়ে হাজির হন। তবে সেটিও ছিল প্রাঙ্ক। এখন সময় কাটাচ্ছেন পড়াশোনা এবং অভিনয় নিয়ে।
তবে সাবিলা নূর আবারও অভিনয়ে ব্যস্ত হবেন এমনটিই জানিয়েছেন সাংবাদিকদের। পরবর্তী ঈদেও তাকে হয়তো তার ভক্তরা দেখবেন নানা রূপে।