দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চীনের প্রতিষ্ঠান শাওমি এবার দেশের বাজারে আনলো নতুন মডেলের স্মার্টফোন। ফোনটির মডেল ‘রেডমি ৪ এ’।
শুক্রবার শাওমির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের বাজারে সাশ্রয়ী স্মার্টফোন হিসেবে ‘রেডমি ৪ এ’ মডেলটি বাজারে ছাড়া হয়েছে। নতুন এই সেটটির দাম পড়বে ১০ হাজার টাকা। নতুন এই সেটটিতে দুই বছর বিক্রয়োত্তর সেবা দিচ্ছে প্রতিষ্ঠানটি। শাওমির স্টোর ছাড়াও অনলাইনে ফরমায়েশও কেনা যাবে এই সেটটি।
৫ ইঞ্চি মাপের নতুন এই স্মার্টফোনটিতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪২৫ কোয়াড কোর প্রসেসর, ২ জিবি র্যাম, ১৬ জিবি ইন্টারনাল মেমোরি, সেটটির পেছনে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা এবং ফ্রন্টে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। সেটটির ব্যাটারিতে রয়েছে ৪১০০ মিলিএম্পিয়ারের শক্তিশালি নন-রিমুভেবল লিথিয়াম আয়ন।