দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বয়স মাত্র ১৭ বছর। তবে এতো কম বয়সেই অন্তত ৩০ জন মানুষকে হত্যা করেছে। সম্প্রতি পুলিশের জালে ধরা পড়েছে এই ক্ষুদে নর-ঘাতক।
ঘটনাটি ঘটেছে দক্ষিণ আমেরিকার কলম্বিয়ায়। সেখানকার কৈলি এলাকার বাসিন্দা ফ্রিজোলিতো নামে ওই কিশোর এই ভয়াবহ টিনএজ সিরিয়াল কিলার। একটানা ৪ মাসের বিশেষ অভিযানের পর আটক করা সম্ভব হয় এই কিলারকে।
কলম্বিয়া পুলিশ বলেছে, মাত্র ১২ বছর বয়সেই খুনোখুনিতে হাতে খড়ি হয় ফ্রিজোলিতোর। অতি সম্প্রতি কৈলি এলাকার এক শপিং সেন্টারে জোড়া খুন করে সে। পুলিশের দৃষ্টিতে ভয়াবহ রকমের বিপজ্জনক এই ‘কিশোর’ অল্প বয়সেই তার এক কিলার দলের ‘বস’ হয়ে যায়। যে দলের অন্য সদস্যরা বয়সে তার চেয়ে বড় ছিলো। ফ্রিজোলিতোর দলটি মাদক পাচার, হত্যা এবং নানা রকমের সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।
বর্তমান সময়ের সাড়া জাগানো এবং রোমহর্ষক এই অপরাধীকে অপ্রাপ্ত বয়স্কদের হেফাজতখানায় রাখা হয়েছে। তবে বয়স ১৮ বছর পূর্ণ হলেই তাকে পাঠানো হবে কারাগারে।