দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্যামসাং গ্যালাক্সি সিরিজের নতুন মডেল ‘গ্যালাক্সি সি৯ প্রো’ স্মার্টফোনের এর প্রি-বুকিং শুরু হয়েছে। প্রি-বুক করলে উপহার হিসেবে গ্রাহকরা পাবেন স্যামসাং স্কুপ ব্লুটুথ স্পিকার।
জানা গেছে, আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে (www.prebookc9.com) ও স্যামসাংয়ের অনুমোদিত স্টোরে ডিভাইসটির প্রি-বুক দেওয়া যাবে।
এফএইচডি এসঅ্যামোলেড ডিসপ্লে প্রযুক্তির ৬ ইঞ্চি স্ক্রিণ সমৃদ্ধ এই নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোনে রয়েছে:
৬ জিবি র্যাম, যা নিশ্চিত করবে নিরবিচ্ছিন্ন মাল্টি-টাস্কিংয়ের অভিজ্ঞতা।
৬৪ জিবি ইন্টারনাল মেমোরি এবং ২৫৬ জিবি পর্যন্ত বাড়তি মেমোরি ব্যবহারের সুবিধা।
স্বাচ্ছন্দ্যপূর্ণ মাল্টিমিডিয়া, গেমিং ও অ্যাপস ব্যবহারের অভিজ্ঞতা।
রয়েছে ৬৪ বিট অক্টা কোর প্রসেসর।
স্বল্প আলোতে উজ্জ্বল ছবি তুলতে গ্যালাক্সি সি৯ প্রো স্মার্টফোনে রয়েছে:
এফ ১.৯ অ্যাপারচারসম্পন্ন ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ও ব্যাক ক্যামেরা। এর ডুয়েল এলইডি ফ্লাশ ছবিকে করবে আরও পরিষ্কার। মাল্টিমিডিয়া উপভোগে রয়েছে ডুয়েল স্পিকার।
সম্পূর্ণ মেটাল ইউনিবডির এই স্মার্টফোনটির পুরুত্ব মাত্র ৬.৯ মিমি ও ওজন মাত্র ১৮৮ গ্রাম।
দীর্ঘ ব্যাটারি ব্যাকআপের নিশ্চয়তা হিসেবে রয়েছে দ্রুত চার্জিং প্রযুক্তিসহ ৪,০০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। এই ডিভাইসটি ইউএসবি টাইপ-সি সাপোর্ট করে, যা দ্রুততর ডাটা স্থানান্তর করতে পারে।
এছাড়াও রয়েছে:
দুটি সিম কার্ড
একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুযোগ
এস সিকিউর
এস পাওয়ার প্ল্যানিং
আল্ট্রা ডাটা সেভিংসহ প্রভৃতি আকর্ষণীয় ফিচার।
উল্লেখ্য, সম্প্রতি অনুষ্ঠিত ‘স্মার্টফোন অ্যান্ড ট্যাব এক্সপো ২০১৭’-তে স্যামসাংয়ের প্যাভিলিয়নে এই ডিভাইসটির উন্মোচন করা হয়েছে। উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশের জেনারেল ম্যানেজার ইয়াং উ লী ও হেড অব মোবাইল মূয়ীদুর রহমান।
গ্যালাক্সি সি৯ প্রো স্মার্টফোনটি কালো এবং সোনালী রঙে পাওয়া যাবে। ডিভাইসটির মূল্য রাখা হয়েছে ৪৯,৯০০ টাকা মাত্র। গ্রাহকরা ২৪ মাস পর্যন্ত ০% ইন্টারেস্টে ১,৭৫০ টাকা হতে শুরু করে ইএমআই সুবিধা উপভোগ করতে পারবেন নতুন এই সেটটিতে।
This post was last modified on ফেব্রুয়ারী ৯, ২০১৭ 6:49 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাধারণ ঘুমনোর সময় ত্বক ‘হিল’ হয়। তাই রাতের স্কিন কেয়ারের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ের লেজেন্ডারি ক্রিকেটার তামিম ইকবাল, বাংলাদেশের নাম্বার ওয়ান মোবাইল…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যাদের শীত বেশি অর্থাৎ যারা শীতে একটুতেই কাতর হয়ে পড়েন…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শাহরুখ খান এবং গৌরী খানের ৩৩ বছরের দাম্পত্য জীবনে ধর্ম…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গত বছরের ডিসেম্বরের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘নেচার ইজ় ব্রুটাল’ নামে এক্স হ্যান্ডল হতে পোস্ট করা ভিডিওটি…