দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশ দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের সঙ্গে যুক্ত হতে চলেছে। ২১ ফেব্রুয়ারির বিশেষ এক দিনে ঘটছে এই ঘটনাটি।
জানা গেছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারিতে বাংলাদেশে যোগ হচ্ছে ১৫০০ জিবিপিএস ব্যান্ডউইথ। ওই দিন সি-মি-উই ৫ কনসোর্টিয়াম তাদের গ্লোবাল অপারেশন চালু করতে চলেছে।
দক্ষিণ-পূর্ব এশিয়া-মিডল ইস্ট-ওয়েস্টার্ন ইউরোপ ৫ এর সংক্ষিপ্ত রূপই হচ্ছে সি-মি-উই ৫। এটি একটি কনসোর্টিয়াম যাতে সংযুক্ত রয়েছে বিশ্বের ১৭টি দেশের ১৫টি শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর। তারা তুরস্কের শহর ইস্তাম্বুলে তাদের অপারেশনের উদ্বোধন ঘোষণা করবেন বলে জানানো হয়েছে।
বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) ম্যানেজিং ডিরেক্টর মনোয়ার হোসেইন এ প্রসঙ্গে জানিয়েছেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলাদেশ দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের সঙ্গে যুক্ত হচ্ছে। এটি আমাদের জন্য এক গর্বের বিষয়ও। সমুদ্রের তলদেশের ক্যাবলের সঙ্গে যুক্ত হলে বাংলাদেশ সর্বদা অনলাইনে থাকবে, আন্তর্জাতিক ব্যান্ডউইথ ট্রেডের সঙ্গে পুরোদমে যুক্ত হবে বাংলাদেশ।
উল্লেখ্য, বাংলাদেশ বর্তমানে একটি সাবমেরিন ক্যাবল হতে ৩০০ জিবিপিএস ব্যান্ডউইথ পাচ্ছে। দ্বিতীয় ক্যাবলের সঙ্গে যুক্ত হওয়ার পর ১৫০০ জিবিপিএস বাড়তি ব্যান্ডউইথ মিলবে।
তবে বাংলাদেশ হয়তো উদ্বোধনের দিন হতেই পূর্নাঙ্গ ব্যান্ডউইথের সুবিধা পাবে না। রাজধানী ঢাকা এবং পটুয়াখালীতে সি-মি-উই ৫ এর স্টেশনের মধ্যে সংযোগ সংক্রান্ত বিষয় এতে বাধ সাধতে পারে বলে সংশ্লিষ্টরা শংকা প্রকাশ করেছেন। সংশ্লিষ্ট কাজ হয়তো সময়মতো সম্পন্ন হবে না বলে তারা মনে করছেন।
তবে এ বিষয়ে আশাবাদী বিএসসিসিএল। সময়মতোই সব কাজ শেষ করা হবে বলে মনে করছেন বিএসসিসিএল ম্যানেজিং ডিরেক্টর মনোয়ার হোসেইন।