দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তুষার ঝড়ের কবলে পড়েছে নিউইয়র্ক অঞ্চলের বিস্তীর্ণ এলাকা। ৩০ হতে ৩৫ মাইল বেগে প্রবাহিত তুষার ঝড়ে লন্ডভন্ড হয়ে পড়েছে কানেকটিকাট, নিউজার্সি ও নিউইয়র্কের জনজীবন।
সংবাদ মাধ্যম ও স্থানীয় বসবাসকারীদের সঙ্গে আলাপ করে জানা যায়, এসব এলাকার ৩ লক্ষাধিক বাংলাদেশীসহ ১৮ লাখের অধিক আমেরিকান বসবাস করেন।
জাতীয় আবহাওয়া দফতরের বুলেটিনে বৃহস্পতিবার ভোর ৫টা হতে শুরু এই প্রাকৃতিক দুর্যোগে ঘণ্টায় প্রায় দুই ইঞ্চি করে বরফ জমতে শুরু করে এসব এলাকায়। বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ ‘বিশেষ সতর্কতা’ জারি করেছে কর্তৃপক্ষ।
নিউইয়র্কে বসবাসকারী বাংলাদেশী সূত্রে জানা যায়, তুষার ঝড়ের কারণে বিভিন্ন এলাকায় স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। অপরদিকে নিউইয়র্ক সিটি, নর্দার্ন নিউজার্সি, হাডসন ভ্যালি, কানেকটিকাটের উপকূলিয় অঞ্চল ও লং আইল্যান্ডে শৈতকালিন এই ঝড় আঘাত হেনেছে বলে সংবাদ মাধ্যমের খবরে জানা যায়।
নিউইয়র্ক সিটি ও এর আশপাশের সকল পাবলিক স্কুলে ছুটি ঘোষণার পাশাাশি লোকজনকে বিশেষ প্রয়োজন ব্যতিত ঘরের বাইরে না বের হওয়ার পরামর্শ দিয়েছেন সিটি মেয়র বিল ডি ব্লাসিয়ো।
গতকাল (বৃহস্পতিবার) স্থানীয় সময় সকাল সোয়া ৮টা পর্যন্ত জেএফকে এয়ারপোর্টে ৫০৮, লাগোয়ার্ডিয়া এয়ারপোর্টে ৫৭২ এবং নিউইয়ার্কে লিবার্টি এয়ারপোর্টে ৬০৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে। তুষার পাতের কারণে সড়ক ও মহাসড়কে যানবাহন একেবারেই নেই। বাস, রেল চলাচলেও নেমে এসেছে স্থবিরতা।
নিউইয়র্ক সিটির বাংলাদেশী অধ্যুষিত জ্যাকসন হাইটস, জ্যামাইকা, ওজোনপার্ক, চার্চ-ম্যাকডোনাল্ড, পার্কচেস্টার, ওয়েস্টচেস্টার, স্টার্লিং এভিনিউ, নিউজার্সিও প্যাটারসনে বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রায় সবগুলোই বন্ধ রয়েছে। রেস্টুরেন্টগুলো খোলা থাকলেও গ্রাহক নেই। এসব এলাকায় ১২ ইঞ্চি পর্যন্ত বরফ জমতে পারে বলে স্থানীয় আবহাওয়া দফতর সতর্ক করেছে। তবে প্রথমদিকে তুষারপাতের পরিমাণ বেশি থাকলেও পরে আবার স্বাভাবিক পরিস্থিতির দিকে যাচ্ছে বলে বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১২টার দিকে নিউইয়র্কে বসবাসকারী এক বাংলাদেশী দি ঢাকা টাইমসকে জানিয়েছেন।