এবার উড়ন্ত গাড়ি নিয়ে আসার চিন্তা করছে উবার

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ উড়ন্ত গাড়ি (ফ্লাইং কার) গবেষণায় সহায়তা করতে নাসার সাবেক প্রকৌশলীকে নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্রের অ্যাপভিত্তিক ট্যাক্সি সেবা প্রতিষ্ঠান উবার।

ইতিমধ্যেই মার্ক মুরে নামের ওই প্রকৌশলী ‘উবার এলিভেট’ বিভাগের এভিয়েশন প্রকৌশল পরিচালক পদে যোগও দিয়েছেন।

উবার উড়ন্ত গাড়ির ব্যাপারে আগ্রহ জানিয়ে গত বছরের অক্টোবরে শ্বেতপত্র প্রকাশ করে। প্রতিষ্ঠানটির পক্ষ হতে সে সময়ই জানানো হয়েছিলো, তাদের তৈরি যানটি উল্লম্বভাবে ওঠা-নামা করবে।

Related Post

শ্বেতপত্রে বলা হয়, শহরের যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক উন্নয়নের কারণে প্রতিদিনের যাত্রাপথে ব্যয় করা সময় অনেকাংশে কমিয়ে ফেলা সম্ভব। উঁচু দালান যেমন একই ভূমির কার্যকরভাবে ব্যবহার নিশ্চিত করে, ত্রিমাত্রিক এয়ারস্পেস ব্যবহার করে একইভাবে শহরের আকাশযানগুলোর যাতায়াতের সময় কমিয়ে ফেলা সম্ভব।

নাসায় কর্মরত অবস্থায় একই ধরনের উড়ন্ত যানের হোয়াইট পেপার প্রকাশ করেন মার্ক মুরে। সম্ভবত সে কারণেই এই প্রকল্পের জন্য উবার কর্তৃপক্ষ তাঁকে দায়িত্ব দিয়েছে। উবারে মার্ক মুরের যোগদানকে ইতিমধ্যে স্বাগত জানিয়েছে এই প্রতিষ্ঠানটি।

এদিকে মার্ক মুরে বলেছেন, আকাশযানের জন্য মোড় ঘুরিয়ে দেওয়ার মতো সম্ভাব্য প্রযুক্তি হলো বৈদ্যুতিক পরিচালন ব্যবস্থা। এর একমাত্র চ্যালেঞ্জ হলো বর্তমান ব্যাটারির স্টোরেজ।

অবশ্য চালকবিহীন স্বয়ংক্রিয় গাড়ির জন্য উবার ইতিমধ্যে ভলভো এবং ডেইমলারের সঙ্গে বিনিয়োগ করছে। এবার উড়ন্ত যান তৈরিতেও মনযোগ দিচ্ছে এই প্রতিষ্ঠানটি।

This post was last modified on ফেব্রুয়ারী ১১, ২০১৭ 12:23 পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

নখ দেখেই বোঝা যাবে রোগ হয়েছে কি না!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বয়স বৃদ্ধির পর নখ কিছুটা হলেও ভঙ্গুর হতেই পারে। আবার…

% দিন আগে

তরুণ প্রজন্মকে কৃষি উদ্যোক্তা হিসেবে এগিয়ে আসতে হবে- মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ “কৃষি-উদ্যোক্তাদের সর্বাত্মক সহায়তা প্রদান করার পাশাপাশি সরকার তাদের বিকাশে সকল…

% দিন আগে

বিস্ময়কর এক রোবট অ্যাটলাসের গল্প

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মানুষের চেয়ে ভালোভাবে তো একটি রোবট শরীরকে কখনই নিয়ন্ত্রণ করতে…

% দিন আগে

প্রথম পারিশ্রমিক ছিলো ৫০ রুপি: বর্তমানে প্রতি ছবিতে নেন ২০ কোটি!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ে দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় একজন অভিনেতা যশ। যিনি সবার…

% দিন আগে

গাজার যুদ্ধ বন্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের কথা শুনছে না ইসরায়েল!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতি এবং জিম্মি চুক্তি করতে…

% দিন আগে

ভারতে গাধার দুধ বিক্রি হচ্ছে সাড়ে ৬ হাজার টাকা লিটার!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের সমাজে গাধা নামক প্রাণীটি কঠোর পরিশ্রমের রূপক হিসেবে প্রচলিত।…

% দিন আগে