দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রাকৃতিক দুর্যোগ কবলিত হলে কোনো ব্যক্তি নিরাপদে রয়েছেন কিনা সেটির আপডেট দিতে সেইফটি চেক ফিচারে নতুন টুল সংযোজন করলো ফেসবুক।
সিএনএন জানিয়েছে, ফেসবুকের এই নতুন সেবার মাধ্যমে জরুরি প্রয়োজনে সাহায্যও চাওয়া যাবে এই টুলের মাধ্যমে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সহযোগিতা করতে চাইলে তিনিও এই নতুন টুলের মাধ্যমে জানাতে পারবেন।
ফেসবুক কর্তৃপক্ষ বলেছে, সেইফটি চেকের নতুন এই টুলটি প্রাকৃতিক দুর্যোগের শিকার যে কোনো বিপদগ্রস্থ ব্যক্তিকে তাৎক্ষণিক সহায়তা দানের একটি উপযুক্ত মাধ্যম হিসেবে কাজ করবে। বিশ্বের সবচেয়ে বড় এই সামাজিক মাধ্যমটির আশা, এটি হবে একটি ওয়ান-স্টপ-শপের মতো। অর্থাৎ জরুরি অবস্থায় যার সাহায্য দরকার কিংবা যে সাহায্য করতে আগ্রহী তাদের মধ্যে সরাসরি যোগাযোগের ব্যবস্থা করে দেবে নতুন এই টুলটি।
টুলটিতে ১০ ক্যাটাগরির ফিচার থাকবে- যার মধ্যে খাবার, প্রয়োজনীয় জিনিস সরবরাহ, বাসস্থান ও যাতায়াত অন্তর্ভুক্ত থাকবে। কর্তৃপক্ষ আরও জানিয়েছে, প্রতিটি ক্যাটাগরিতে পোস্টগুলোর উপরে ম্যাপ দেওয়া থাকবে, যেটির মাধ্যমে সবেচেয়ে নিকটবর্তী সাহায্যকারীর অবস্থান জানা সম্ভব হবে।
এক্ষেত্রে ফেসবুক প্রথমে কোনো থার্ড পার্টির মাধ্যমে দুর্যোগের তথ্য সংগ্রহ করবে। তারপর দেখবে সেখানকার মানুষদের পোস্ট করা স্ট্যাটাস। যদি দেখা যায় যে, সেখানকার অনেক মানুষ এই সংক্রান্ত পোস্ট দিয়েছেন তখন সেই অঞ্চলের জন্য এই সেইফটি চেক অপশনটি সঙ্গে সঙ্গে চালু করে দেবে।
নতুন এই টুলে কোনো ব্যক্তি অদৌ সহায়তা পেলো কিনা তাও জানার উপায় থাকবে। কেও সহায়তা পেয়ে গেলে তার অপশনটি তখন আর থাকবে না।
এই খবর প্রকাশের আগেই কমিউনিটি হেল্প-এর এই নতুন সংযোজনটি আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড ও ভারতে চালু হয়েছে। শীঘ্রই অন্যান্য দেশেও চালু হবে বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।
This post was last modified on ফেব্রুয়ারী ১১, ২০১৭ 11:46 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বয়ঃসন্ধিকাল ও ‘নিষিদ্ধ’ প্রেমের গল্প সিনেমাটি হিমালয়ের কোলে এক শৈলশহরের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়া নিয়ে এবার আশার আলো দেখছেন তুরস্কের প্রেসিডেন্ট…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পেট্রোল পাম্পের মধ্যে আগুন জ্বালানো নিষেধ থাকে সেটি আমাদের সকলেরই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ৫ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২১ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পুষ্টিবিদরা বলেন, খালি পেটে পেঁপে খাওয়া মোটেও ভালো নয়। এতে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২০২৫ সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের পানির নিচে থাকা…