এক ছবিতে একই পরিবারের ৫শ’ সদস্য!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চীনের একটি পরিবারের ৫শ’রও বেশি সদস্য একত্রিত হয়েছিলো পারিবারিক একটি ছবি তোলার উদ্দেশ্যে।

চীনের পূর্বাঞ্চলের ঝিজিয়াং প্রদেশের শিশে নামক গ্রামের রেন পরিবারের সদস্যরা চীনা নববর্ষ উপলক্ষে গত সপ্তাহে এক পারিবারিক পুনর্মিলনীতে একত্রিত হন ও একই ফ্রেমে বন্দি হন সবাই। এই পরিবারের ৫শ’রও বেশি সদস্য!

কয়েক পুরুষ ধরে চীনের পূর্বাঞ্চলে ঝিজিয়াং প্রদেশের শিশে গ্রামে বসবাস করছে এই বিশাল ‘রেন’ পরিবার।

চীনা নববর্ষ উপলক্ষে গত সপ্তাহে তারা একটি পারিবারিক পুনর্মিলনীর আয়োজন করেন। সেখানেই একত্রিত হন পরিবারটির ৫শ’র অধিক সদস্য। পরিবারের সবাইকে একই ফ্রেমে বাঁধতেই তাদের ওই উদ্যোগ।

এই বিশাল পরিবারের সেই ছবিটি তোলেন ঝ্যাং লিয়ানজং নামে একজন আলোকচিত্রী। একটি ড্রোন ব্যবহার করে ছবিটি তুলতে হয় তাকে।

ঝ্যাং লিয়ানজং জানিয়েছেন, ৮৫১ বছর পূর্বেও রেন পরিবারের পূর্বপুরুষদের খুঁজে পাওয়া যাবে। তবে ৮ দশক ধরে পরিবারটির ফ্যামিলি ট্রি কিংবা বংশপরম্পরা সংরক্ষণ করা হচ্ছে না। সম্প্রতি এই বিষয়টি নিয়ে সচেতন হন পরিবারটির বয়স্ক সদস্যরা। সে কারণে তারা ছবি তোলার এমন উদ্যোগ নেন।

জানা গেছে, বংশপরম্পরাটি হালনাগাদ করার লক্ষ্যে পরিবারটির বর্তমান সদস্যদের মধ্য হতে কমপক্ষে দুই হাজারজনকে একত্রিত করার চেষ্টা করা হয়।

পরিবারের বয়স্কদের ডাকে সাড়া দিয়ে শেষ পর্যন্ত বেইজিং, সাংহাই, জিনজিয়ান এবং তাইওয়ান হতে ছুটে আসেন ৫শ’র বেশি সদস্য। সবাই না আসলেও তাদের দিয়েই শেষ পর্যন্ত হালনাগাদের কাজটি সফলভাবেই সারা হয়।

গ্রামপ্রধান এবং রেন পরিবারের সদস্য রেন তুয়ানজাই চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম শিনহুয়াকে বলেছেন, “একত্রিত হবার প্রধান একটি কারণ হলো আমাদের উত্তরসূরিরা শেষ পর্যন্ত কী করছে, কোথায় বসবাস করছে, সেটি আমাদের পূর্বপুরুষদের জানানো।”

একত্রিত হবার আরেকটি কারণ হলো “উত্তরসূরিদের তাদের পূর্বপুরুষদের শিকড় সম্পর্কে জানানো, যাতে তারা যেখানেই যাক, এটা যেনো মনে থাকে তারা আসলে কোথা থেকে এসেছেন।”

This post was last modified on ফেব্রুয়ারী ১২, ২০১৭ 12:12 পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

কোটি টাকার তক্ষক বনাম সাপের ভয়ংকর যুদ্ধে জিতলো কে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘নেচার ইজ় ব্রুটাল’ নামে এক্স হ্যান্ডল হতে পোস্ট করা ভিডিওটি…

% দিন আগে

শীতের বেলায় গ্রামের প্রকৃতি

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২৩ পৌষ ১৪৩১…

% দিন আগে

মোটা হলে ব্রণ হতে পারে! ফলে-শাকেই তার ক্ষয়

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্রণ বিষয়ে চিকিৎসকরা মনে করেন, অ্যাডাল্ট অ্যাকনির নেপথ্যে মূল কারণ…

% দিন আগে

স্যামসাং নিয়ে এলো দূর্দান্ত এআই সুবিধাযুক্ত নিও কিউএলইডি ৮কে টিভি

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সেরা প্রযুক্তি আও উদ্ভাবনের জোরে বিনোদনের সংজ্ঞাকে প্রতিনিয়ত পাল্টে দিচ্ছে…

% দিন আগে

ভিটামিন বি১২-এর অভাবে রক্তাল্পতা ও দেখা দেয় স্নায়ুর রোগও!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভিটামিন বি১২ শরীরের কতগুলো গুরুত্বপূর্ণ কাজ পরিচালনা করে। তাই এই…

% দিন আগে

আজিমপুর কবরস্থানে শায়িত হলেন প্রবীর মিত্র

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ (সোমবার) আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বাংলা সিনেমার কিংবদন্তী…

% দিন আগে