দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আফ্রিকার পশ্চিম উপকূলে প্রিন্সিপে দ্বীপটির বনাঞ্চল এবং প্রাণীবৈচিত্র্য আফ্রিকার অন্যতম সেরা সম্পদ। সেখানেও হানা দিয়েছে প্লাস্টিকের বোতল, এবার প্লাস্টিককে চির বিদায় দেওয়া হলো স্বর্গদ্বীপ হতে!
এই প্লাস্টিক সরানোর চেষ্টা করছেন পরিবেশবাদীরা। প্লাস্টিকের জন্য যে পরিবেশ দূষণ হচ্ছে তা থেকে রক্ষা করার জন্য নেওয়া হয়েছে নানা উদ্যোগ। আর সে সব উদ্যোগ বাস্তবায়ন হলে প্লাস্টিককে চির বিদায় দেওয়া হচ্ছে স্বর্গদ্বীপ হতে!
সকলের বাড়ির উঠোনে বেশ কিছু করে প্লাস্টিকের বোতল জমা হয়েছে। কয়েক মাস পর পর, এগুলো এখান থেকে নিয়ে যাওয়া হয়।
উঠোনে থাকা প্লাস্টিকের সব বোতল নিয়ে যাওয়া হয়। সব বোতল এক জায়গায় জড়ো কর তারপর সেগুলো উঠিয়ে নিয়ে যাওয়া হয়।
সিলেইনে ফের্নান্দেজ বায়োস্ফিয়ার রিজার্ভেশনের একজন কর্মী। তিনি বললেন, ”সবাই এই বায়োস্ফিয়ার বোতল চায়। বিশেষ করে ছোটরা তাতে খুব উৎসাহও বোধ করে। ওরা সব প্লাস্টিক কুড়িয়ে আনে, রাস্তায় প্লাস্টিকও প্রায় পড়েই থাকে না।”
এই অঞ্চলের প্রত্যেকেই তাদের বোতল আনার একটি পথ খুঁজে পেয়েছেন। লাফ দিয়ে পা-দানিতে ওঠাটাই প্রিন্সিপে-তে কোথাও যাওয়ার এক সেরা পন্থা। আর তাই বোতল নেবার জায়গায় বিরাট ভিড় পড়ে যায়। সারাটা দিন এ রকম চলে। লাইনে ধৈর্য্য ধরে দাঁড়াতে হয় সকলকে।
সিলেইনে ফের্নান্দেজ তখন গুনে গুনে বোতল প্যাক করছেন। তিনি বায়োস্ফিয়ার রিজার্ভেশনের একজন কর্মী। অধিকাংশ বোতলেই রান্নার তেল আসে, জানালেন তিনি। কয়েক মাস অন্তর অন্তর সিলেইনে বোতলগুলো সংগ্রহ করে থাকেন। একটা দু’টো নয়, সাড়ে ৪ লাখ প্লাস্টিকের বোতল। অথচ এসব বোতল পরিবেশ দূষণ করতো।
অনেকের বাড়িতেই বোতলের স্তূপ। একটি মেয়ে বললো, ‘‘আমি এই বোতলে পানি ভরে স্কুলে নিয়ে যাই, সেখানে তেষ্টা পেলে খেতে পারি।” গুনে গুনে ৫০টি বোতল হওয়া চাই। ”কী রং চাও, লাল না সোনালি রং? আর দশটা বোতল আনলে তুমি আরও একটা পাবে, কেমন?”
এই প্রকল্প সমন্বয়ের দায়িত্বে রয়েছেন বায়োস্ফিয়ার রিজার্ভেশনের কর্মী এস্ত্রেলা মাতিল্দে । তিনি বললেন, ”আমাদের এখনই ৪ টন প্লাস্টিক জমা হয়েছে। সেগুলো আমরা রাজধানী সাও তোমে-তে জমিয়ে রেখেছি। একটি ট্রান্সপোর্ট কোম্পানি আমাদের সাহায্য করে । তারা বোতলগুলো বিনা খরচায় লিসবনে নিয়ে যায়। সেখানে দু’টি রিসাইক্লিং সংস্থা বোতলগুলো নেয়।”
এভাবেই প্লাস্টিককে চির বিদায় দিতে চলেছে স্বর্গদ্বীপ।
This post was last modified on ফেব্রুয়ারী ১৪, ২০১৭ 12:08 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্রণ বিষয়ে চিকিৎসকরা মনে করেন, অ্যাডাল্ট অ্যাকনির নেপথ্যে মূল কারণ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সেরা প্রযুক্তি আও উদ্ভাবনের জোরে বিনোদনের সংজ্ঞাকে প্রতিনিয়ত পাল্টে দিচ্ছে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভিটামিন বি১২ শরীরের কতগুলো গুরুত্বপূর্ণ কাজ পরিচালনা করে। তাই এই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ (সোমবার) আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বাংলা সিনেমার কিংবদন্তী…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় গত ৩ দিনে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভিডিও ভাইরাল করতে গিয়ে এক যুবক দেশলাই জ্বালিয়ে পেট্রোলের উপর…