দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গুগলের পিক্সেল ফোনেই এবার আনা হয়েছে ঘরবাড়ির কানেক্টেড বা সংযুক্ত ডিভাইসের নিয়ন্ত্রণ!
এখন থেকে ফোনের ভয়েস অ্যাসিস্টেন্ট ব্যবহার করেই নিয়ন্ত্রণ করা যাবে ডিভাইসগুলো। ঘর-বাড়ির কানেক্টেড ডিভাইস নিয়ন্ত্রণ করতে গত বছরই ‘গুগল হোম’ উন্মোচন করে সার্চ ইঞ্জিন জায়ান্ট প্রতিষ্ঠানটি। গুগল অ্যাসিস্টেন্ট নিয়ন্ত্রিত এই ডিভাইসটি ঘর-বাড়ির নানা স্মার্ট ডিভাইস নিয়ন্ত্রণ করতে পারবে। এর মাধ্যমে শুধু ভয়েস কমান্ড দিয়েই অনেকগুলো ডিভাইস নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট জানিয়েছে, এবার নতুন আপডেটে ফোনের মাধ্যমেই ডিভাইসগুলো নিয়ন্ত্রণের সুবিধা দিবে গুগল। যে কারণে স্মার্ট হোম নিয়ন্ত্রণ করতে গ্রাহককে পৃথক করে ১৩০ মার্কিন ডলার মূল্যের গুগল হোম কেনার প্রয়োজন নেই বলে জানানো হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে।
পিক্সেল ফোনে ফিচারটি সেটিংস মেনু হতে চালু করে নিলেই হয়ে যাবে। গত বছরই নিজস্ব ভয়েস অ্যাসিস্টেন্ট সেবা উন্মোচন করেছে গুগল। তবে ভিন্ন ভিন্ন ডিভাইসে এটির কার্যকারীতা ভিন্ন রাখা হয়। এবার পিক্সেল ডিভাইসে গুগল হোমের কিছু ফিচার যোগ করা হচ্ছে।
স্মার্টফোনের মাধ্যমে স্মার্ট হোমের নিয়ন্ত্রণ যদিও নতুন কিছু নয়। তবে একটি ডিভাইস দিয়েই যতোটা সম্ভব বেশি কাজ করার লক্ষ্যেই পিক্সেল ফোনে এই ফিচার চালু করলো গুগল।
গুগল অ্যাসিস্টেন্টের সঙ্গে একবার ঘরের যে কোনো ডিভাইস যুক্ত করলেই গ্রাহক তার ভয়েস দিয়েই সেটি নিয়ন্ত্রণ করতে পারবেন। কমান্ড দেওয়ার ডিভাইস গুগল পিক্সেল বা গুগল হোম যেটিই হোক না কেনো সেটি কাজ করবে।