দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ রোল বল বিশ্বকাপের প্রথম আসর বসেছিলো ভারতের পুনেতে ২০১১ সালে। এবার রোল বল বিশ্বকাপ বসছে ঢাকায়।
রোল বল নামের এই খেলা ভারতে হওয়ার পর ধীরে ধীরে খেলাটির অনেক বিস্তার ঘটেছে। এর ধারাবাহিকতায় ২০১৩ সালে কেনিয়ায় এব ২০১৫ সালে ভারতে আরও দুটি বিশ্বকাপের আয়োজন হয়েছিলো।
এবার চতুর্থ বিশ্বকাপ বসতে চলেছে বাংলাদেশে। আগামীকাল (শুক্রবার) হতে নবনির্মিত শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে শুরু হচ্ছে এই আসর। শেষ হবে ২৩ ফেব্রুয়ারি। বিশ্বের ৩৯টি দেশ এই আসরে অংশ নেবে। বাংলাদেশে এর আগে এতো বেশি দেশের অংশগ্রহণে কোনো টুর্নামেন্টের আয়োজন হয়নি।
এই আসরে অংশ নেবে এশিয়ার ১৯টি, আফ্রিকার ১১টি, ইউরোপ হতে সাতটি এবং দক্ষিণ আমেরিকার দুটি দেশ অংশ নিচ্ছে। পুরুষ দলে খেলবে ৩৯টি দেশ ও নারী দলে ২৯ দেশ।
মূলত এই আয়োজনের মাধ্যমে ক্রীড়াঙ্গনে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে। রোলার স্কেটিং ফেডারেশনের সভাপতি ও প্রধানমন্ত্রীর এসডিজি বিষযক প্রধান সমন্বয়কারী আবুল কালাম আজাদ এই সম্পর্কে বলেন, ‘এই বিশ্বকাপ সারাবিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে বলে আমাদের আশা। এই খেলাকে সারাদেশে জনপ্রিয় করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ আমরা নেওয়া হবে।’
ভেন্যু থাকবে পল্টনে শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স, হ্যান্ডবল স্টেডিয়াম এবং মিরপুর ইনডোর স্টেডিয়াম।
This post was last modified on ফেব্রুয়ারী ১৬, ২০১৭ 8:01 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শসা আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় অন্যতম পরিচিত এবং সহজলভ্য একটি সবজি।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যাপল ও গুগল বিশ্বজুড়ে তাদের ব্যবহারকারীদের আবারও নতুন করে সাইবার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় সবচেয়ে পরিচিত ও সহজলভ্য একটি সবজি হলো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বলিউডের দুই অভিনেত্রী কাজল-টুইঙ্কেলের ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গত কয়েক দিন ধরে, নিউ সাউথ ওয়েলস (অস্ট্রেলিয়া) এবং দ্বীপ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চীনা বিজ্ঞানীরা দাবি করেছেন, তারা এমন একটি কৃত্রিম চিপ উদ্ভাবন…