দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ একজন মন্ত্রী ও এক রাস্তার পিঠা বিক্রেতার ছবিটি বর্তমানে ভাইরাল। সেই মন্ত্রী হচ্ছেন যোগাযোগ, পরিবহন এবং সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
আমরা জানি দেশের রাজনীতিবিদদের মধ্যে অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যোগাযোগ, পরিবহন এবং সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
বাংলাদেশের সকল রাজনীতিক এবং সাধারণ মানুষের কাছেই তিনি অত্যন্ত পছন্দের ব্যক্তিত্ব। সিনেমার সেই ফাটাকেষ্টও বলা হয় তাকে। তার সহজ সরল জীবনজাপন। তিনি বেশিরভাগ সময় টি শার্ট পরে অতি সাধারণভাবেই চলাফেরা করেন।
তাছাড়া কোনো ধরনের দেন-দরবার চলে না তার কাছে। সরাসরি পদক্ষেপ নিতে তিনি কখনও পিছপা হননা। সাধারণ মানুষের কাছে পছন্দের অন্যতম কারণ হলো তার সারল্যতা।
ওবায়দুল কাদের গতকাল (শুক্রবার) রাজশাহী সফরে গেছেন। সেখানকার বেশকিছু ছবি তিনি তার ফেসবুক ভেরিফাইড পেজে পোস্টও করেছেন। সেখানে দেখা যায় রাস্তার পাশে পিঠা বিক্রির এক দোকান হতে খুশিমনে সাধারণ মানুষের মতোই পিঠা খাচ্ছেন। মহিলা পিঠা বিক্রেতা যেনো অবাক হয়ে তাকিয়ে রয়েছেন মন্ত্রীর দিকে। ওই পিঠা বিক্রেতা হয়তো ভাবতেই পারেননি যে একজন মন্ত্রী হয়ে রাস্তার ধারে সাধারণ পিঠা খাবেন।
সচারচার একটু বিত্তবান ব্যক্তিরাও রাস্তার পাশের এরকম খোলামেলা দোকান হতে কোনো কিছু কখনও খান না।
তবে ওবায়দুল কাদেরের জন্য এটি নতুন ঘটনা নয়। রাস্তার পাশের তরকারির দোকান হতে বাজার করা, চায়ের টং দোকান হতে চা খাওয়াসহ সাধারণের মতো চলাফেরা করে এর আগেও বহুবার সকলের প্রশংসা কুড়িয়েছেন ওবায়দুল কাদের।
ওই ছবি ফেসবুকে দেওয়ার পর বেশ সাড়া পড়েছে। কারণ সাধারণ মানুষ দেশের উচ্চ মহলের মানুষদের সাধারণভাবে দেখতে মোটেই অভ্যস্ত নয়। তাই যখন কোনো ব্যক্তি এমন কাজ করেন তখন তাঁর সে সব কর্মকে হৃদয়ের মধ্যে ধারণ করেন, বাহবা দেন এবং তখন তাঁর জন্য সব কিছু করতেও পারে সাধারণ জনগণ। অর্থাৎ জনগণের পাশে যারা থাকে, জনগণও সব সময় তাদের পাশে থাকে।
This post was last modified on ফেব্রুয়ারী ১৮, ২০১৭ 10:47 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রায় একযুগেরও বেশি সময় পর মৌলিক গান নিয়ে মিউজিক ডোমেইনে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ১৯৫১ সালের নভেম্বর মাসে বিয়ে হয় ফে ও রবার্টের। বিয়ের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৬ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঘুম থেকে উঠেই সকাল বেলা দুধ চা খেতে বারণ করেছেন…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জনপ্রিয় গায়ক মনির খানের প্রথম অ্যালবাম ‘তোমার কোনো দোষ নেই’।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গাড়ি-ঘোড়ায় প্রবল এক সংঘর্ষ ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের বাগপতে। দিল্লি-সাহারানপুর হাইওয়েতে…