দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দীর্ঘদিন গবেষণা শেষে গবেষকরা জানিয়েছেন, নানা প্রজাতির ডিম পাড়বে এক মুরগি। নানা প্রজাতির ডিম একাই পাড়তে পারবে জেনেটিক্যালি মডিফ্যায়েড এই মুরগি!
দেখতে আর দশটা মুরগির মতো দেখালেও বৈশিষ্ট্যের দিক থেকে পেছনে ফেলেছে এই মুরগি। শরীরের জীন বদলের কারণে সেরার কাতারে চলে এসেছে এই মুরগির জাতটি।
এডিনবরা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা নিজেদের গবেষণাগারে এমনই এক হাইব্রিড মুরগি উদ্ভাবন করেছেন।
সম্প্রতি ম্যাসাচুসেটসের আমেরিকান অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব সায়েন্স-এর এক সম্মেলনের মাধ্যমে এই অভিনব বিষয়টি সকলের সামনে তুলে ধরেন সংশ্লিষ্ট বিজ্ঞানীরা।
এই সম্মেলনে তারা জানিয়েছেন, জেনেটিক কারিগরির কারণে জন্ম নেওয়া হাইব্রিড এই মুরগি বিভিন্ন প্রজাতির ডিম পাড়তে সক্ষম। শুধু তাই নয়, বার্ড ফ্লু’র মতো রোগও অনায়াসেই প্রতিরোধ করতে পারবে এই নতুন জাতের মুরগি। অর্থাৎ এর ডিম হতে জন্ম নেওয়া কোনও মুরগিই বার্ড ফ্লু আক্রান্ত হতে পারবে না।
এডিনবরার বিজ্ঞানীরা আরও জানান, পাখিদের প্রজননে মুখ্য ভূমিকা নেয় ডিডিএক্স৪(DDX4) নামক একটি জিন। এই জিন এডিটিং পদ্ধতিতে মডিফাই করা হয়েছে। তবে নিজের ডিম পাড়তে পারবে না হাইব্রিড এই মুরগিটি। তাহলে কীভাবে বিভিন্ন প্রজাতির মুরগির জন্ম দেবে সে? এই প্রশ্ন আসতেই পারে।
গবেষকদলের মুখ্য গবেষক মাইক ম্যাকগ্রিউ জানিয়েছেন, এই মুরগি প্রকৃতপক্ষে সরোগেট মাদারের ভূমিকা পালন করবে। সেটা ঠিক কী রকম? এর উত্তরে বলা হয়, যদি অন্য কোনও প্রজাতির মুরগির স্টেম সেল এনে হাইব্রিড মুরগির গর্ভে স্থাপন করা হয় তাহলে সেই প্রজাতির ডিম নিজের দেহে তৈরি করবে এই হাইব্রিড মুরগি। আর তখন সেই প্রজাতির মুরগির ডিম পাড়বে সে।
প্রশ্ন এসেছে যে, এই ধরনের মুরগি তৈরির কথা কেনোই বা আসল বিজ্ঞানীদের মাথায়?
বিজ্ঞানী ম্যাকগ্রিউর সারল্য জবাব হলো, ”আমাদের প্রধান উদ্দেশ্য হলো বিলুপ্ত প্রজাতির মুরগি সংরক্ষণ করা”। যেহেতু এই মুরগি অন্য প্রজাতির ডিমও পাড়তে পারে তাই বিলুপ্তপ্রায় প্রজাতি সংরক্ষণ করতে নতুন এই হাইব্রিড মুরগিটি সাহায্য করবে বলে দাবি করেছেন সংশ্লিষ্ট বিজ্ঞানীরা।
জানা গেছে, ইতিমধ্যেই ‘রাম্পেল্স গেম’, ‘স্কটস ডাম্পি’, ‘সিসিলিয়ান বাটারকাপ’, ‘ওল্ড ইংলিশ ফেজ্যান্ট ফাউল’ প্রভৃতি বিরল প্রজাতির মুরগির ডিম পেড়েছে এই নতুন হাইব্রিড মুরগি!
বিজ্ঞানীরা বলেছেন, অদূর ভবিষ্যতে বিরল এবং বিলুপ্তপ্রায় প্রজাতিকে নতুন করে বাঁচিয়ে তুলবে এই মুরগি, তাতে কোনো সন্দেহ নেই।
This post was last modified on ফেব্রুয়ারী ২৫, ২০১৭ 11:58 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আর্থ্রাইটিস, অর্থাৎ বাত যে শিশুদেরও হয়, সে কথা অনেকেই হয়তো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গে প্রথমবারের মতো 'প্রিয়তমা'…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার নিউ অরলিন্স শহরের ফ্রেঞ্চ কোয়ার্টারে বর্ষবরণের উদ্যাপনে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা অনেক প্রতিযোগিতা দেখে থাকি। তবে আজ এমন এক বিচিত্র…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ১৮ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে, অনিয়ম জীবনযাপনের জেরে শরীরে রোগের…