Categories: সাধারণ

অর্থাভাবে সন্তানকে শুধু কবিরাজ ও ঝাড়ফুক করছেন এক মা!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কেও অর্থকে গদি বানিয়ে তার ওপর ঘুমায়, আবার কেও চিকিৎসা করতে না পেরে অসহায় অবস্থায় মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়ায়- আমাদের সমাজ ব্যবস্থা অনেকটা সেরকম। যেমন এক কঠিন রোগে আক্রান্ত সন্তানকে অর্থাভাবে কবিরাজ ও ঝাড়ফুক করছেন এক মা!

ওই মায়ের সন্তান এক অদ্ভুতরোগে আক্রান্ত। যে কারণে স্ত্রীকে তালাক দিয়ে পালিয়েছে সন্তানের বাবা সেলিম খাঁ! সেই সন্তান হাসানের বয়স এখন মাত্র ১৮ মাস। দিন দিন অস্বাভাবকিভাবে বড় হয়ে যাচ্ছে তার মাথা। তাকিয়ে দেখছে তবে করার যেনো কিছুই নেই মা শারমিন আক্তারের। স্বামী তালাক দেওয়ার পর ঠাঁই পেয়েছে তার অভাবী বাবার সংসারে।

এই রোগের নাম কি তাও জানতে পারেননি শারমিন। দেখাতে পারেন নি কোনো ডাক্তারও! তবে এলাকার বিভিন্ন কবিরাজদের দেখিয়ে পানিপরা কিংবা তাবিজ নিয়েছেন বহুবার, তবে তাতে কোনো উপকারে আসেনি। এখন অসুস্থ ছেলে হাসানকে নিয়ে পথে পথে ঘুরছেন অসহায় মা শারমিন আক্তার।

Related Post

সাতক্ষীরা জেলার তালা উপজেলা তেঁতুলিয়া ইউনিয়নের লাউতাড়া গ্রামে অসহায় এই পরিবারটির বসবাস। ওই গ্রামের রজব আলী খাঁ জানিয়েছেন, চার বছর আগে তালা সদরের আটারই গ্রামের মালেক খাঁর ছেলে সেলিম খাঁর সঙ্গে পারিবারিকভাবে মেয়ে শারমিন আক্তারের বিয়ে দিয়েছিলেন। বিয়ের পর সবকিছু ভালোই চলছিলো। ১৮ মাস আগে নাতি হাসান জন্মগ্রহণের পর কিছুদিন যেতে না যেতেই মাথা অস্বাভাবিকভাবে বড় হতে থাকে। এরপর জামাই মেয়েকে তালাক দিয়ে চলে যায়। সে অন্যত্র বিয়েও করেছে।

হাসানের মা শারমিন আক্তার জানিয়েছেন, টাকার অভাবে হাসানকে কোনো ভালো ডাক্তার আজও দেখাতে পারিনি। তবে স্থানীয় ডাক্তার কবিরাজ দেখালেও কোনো কাজ হয়নি তাতে। স্থানীয় ডাক্তাররা শুধু বলেছে ঢাকায় নিয়ে চিকিৎসা করাও ভালো হয়ে যাবে। ঢাকায় যাওয়ার মতো সাধ্য নেই আমাদের। ভাঙাচোরা মাটির ঘরে আমাদের বসবাস। ছেলেকে সুস্থ করতে আপনারা সম্ভব হলে একটু সহায়তা করুন।

স্থানীয় তেঁতুলিয়া ইউপি সদস্য মোহাম্মদ আলী মোড়ল বলেন, পরিবারটি খুবই অসহায়। রজব আলী কৃষিকাজ করে কোনো রকমে সংসার চালায়। ভিটেবাড়ি ছাড়া আর কিছুই নেই তার। মেয়ের অসুস্থ ছেলে হাসানকে নিয়ে অসহায় হয়ে পড়েছে সে।

তবে অসুস্থ হাসানকে দেখে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মনোয়ার হোসেন বলেছেন, হাসানকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের নিউরো সার্জারি বিভাগে দেখাতে হবে। তাহলে সেখানকার চিকিৎসকরা ভালো পরামর্শ দিতে পারবেন। তারা বলেছেন হাসানকে সুস্থ করা সম্ভব।

হাসানের চিকিৎসার ব্যাপারে সহযোগিতা করতে চাইলে অথবা এ ব্যাপারে আরও বিস্তারিত জানতে চাইলে যোগাযোগ করতে পারেন সাতক্ষীরার সাংবাদিক আকরামুল ইসলামের সঙ্গে। তার মোবাইল : ০১৭১৬-০৬০৮৩৬

This post was last modified on ফেব্রুয়ারী ২৬, ২০১৭ 1:08 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

এই ছবিতে লুকিয়ে আছে খরগোশ: আপনি কী সেটি খুঁজে বের করতে পারবেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যে ছবিটি আপনারা দেখছেন সেটি একটি জঙ্গলের রাস্তার। সেই রাস্তায়…

% দিন আগে

এক অসাধারণ দৃশ্য: যেনো শিল্পীর তুলিতে আঁকা দৃশ্য!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ১৫ মে ২০২৪ খৃস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ ১৪৩১…

% দিন আগে

রক্তে শর্করা বেড়ে গেলে পাকা আম খাবেন কীভাবে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা জানি পাকা আম খেলে রক্ষে শর্করার মাত্রা বেড়ে যায়।…

% দিন আগে

আপনার স্মার্টফোন আগুনের মতো গরম হচ্ছে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এই গ্রীষ্মে শুধুমাত্র শরীরই নয়, গরম হচ্ছে আমাদের স্মার্টফোনটিও। ফোন…

% দিন আগে

দেশে ফিরেই মোনালিসা অভিনয়ে ফেরার কথা জানালেন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এক সময় ছোট পর্দার ব্যস্ত মুখ হিসেবে পরিচিত ছিলেন মোজেজা…

% দিন আগে

এই ছবির মধ্যে লুকিয়ে রয়েছে একটি হরিণ: আপনি কী খুঁজে বের করতে পারবেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এই জঙ্গলের মধ্যে নদী রয়েছে। রয়েছে সার দেওয়া গাছ। চারপাশে…

% দিন আগে