গুগল ক্যামেরায় বনানী কবরস্থানে ‘ফাঁসিতে’ ঝুলন্ত মানব নিয়ে হৈ চৈ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গুগল ম্যাপের স্ট্রিট ভিউ এ বনানী কবরস্থানের সামনের দেওয়ালের ওপরে ঝুলন্ত জিনিসটা দেখার পর সকলেই থমকে গেছেন। ছবিটি বার বার দেখেছেন। চেষ্টা করেছেন আসল রহস্য উৎঘাটন করার। কিন্তু কোনো উত্তর মেলেনি।

ছবিটি দেখার পর অনেকের মাথায় কেবল ঘুরপাক খাচ্ছে। মনে হচ্ছে কী হতে পারে এটা! গুগল ম্যাপতো আর অন্য কেও এডিট করতে পারেনা। তাহলে কী এর রহস্য?

ওই ছবিটির লিংক হলো: https://goo.gl/maps/3GpV2NFw1Gz

একটু খেয়ার করলেই দেখা যাবে স্পষ্ট করেই দেখা যাচ্ছে কারও ছবি। সত্যিই মনে হচ্ছে কেও যেনো গলায় দড়ি দিয়েছে। ছবিটা জুম করে বিভিন্নভাবে দেখলেও একই ফল। গলার দড়িটাও স্পষ্টই বোঝা যাচ্ছে! তবে খুব আশ্চর্যজনকভাবে রাস্তায় লোকজনের চলাফেরা খুব স্বাভাবিক মনে হচ্ছে! কিন্তু কেনো?

এতো বড় একটা ঘটনা ঘটলে যেমন মানুষের জটলা হয় তেমটি চোখে পড়ছে না, অন্তত ছবি দেখে তাই মনে হচ্ছে। পাশ দিয়ে হেঁটে যাওয়া রাস্তার কৌতুহলী মানুষের দৃষ্টি দড়িতে ঝুলতে থাকা ‘মানুষটির’ দিকে নয়, বরং গুগল কারের দিকেই- সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। তবে কেনো? মানুষ কি এতোটাই নিস্পৃহ হয়ে গেলো এমন ভয়াবহ ঘটনার বিষয়েও!

কেও কেও বলছে, যতো যাই বলেন, এটা ফটোশপ করা ছবি। গুগুল সবাইরে মামু বানাইতে এমন একটি প্লান করেছে নিশ্চয়ই। মোট কথা হলো আলোচনা বেশ জমজমাট। তবে রহস্য উন্মোচন হচ্ছে না… এটিই অস্বস্তিকর।

সাধারণত গুগল নিরাপত্তাজনিত কারণে স্ট্রিট ভিউতে থাকা মানুষের চেহারা, গাড়ির নম্বর, বাড়ির নম্বর এগুলোকে অষ্পষ্ট করে দেয়। সেই টেক জায়ান্ট গুগল রাস্তার পাশে ফাঁসিতে ঝুলে থাকা একজন মানুষের ৩৬০ ডিগ্রি ছবি রেখে দিয়েছে!

তবে এ বিষয়ে অভিমত হলো, ছবিটি ২০১৩ সালের ফেব্রুয়ারি মাসের হওয়ার সম্ভাবনায় বেশি। কারণ, ওই সময় দেশজুড়ে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে আন্দোলন চলছিল, বিশেষ করে শাহবাগের আন্দোলন তখন তুঙ্গে ছিল। তারপর ঘটেছিল হেফাজতের ঘটনা। ধারণা করা হচ্ছে, ওই সময়ে কোনো মিছিল বা বিক্ষোভে সম্ভবত এই কুশপুতুলটি ব্যবহার করা হয়েছিলো। পরে কেও হয়তো এটাকে কবরস্থানের পাশের গাছে ঝুলিয়ে দেয়। গাছে ঝুলানোর পরই গুগলের ক্যামেরা গাড়ি ওই স্থানদিয়ে যাওয়ার সময় ছবিটি উঠে এসে থাকতে পারে।

This post was last modified on ফেব্রুয়ারী ২৬, ২০১৭ 3:46 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

চাদে প্রেসিডেন্ট প্রাসাদে বোকো হারাম সন্ত্রাসী গোষ্ঠীর হামলায় নিহত ১৯

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মধ্য আফ্রিকার দেশ চাদের রাজধানী এনজামেনায় প্রেসিডেন্ট প্রাসাদে বোকো হারাম…

% দিন আগে

মানুষখেকো বাঘকে হাতির পিঠে বাঁধা হয়েছে! বিরক্ত জনগণ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাইরাল এক ভিডিওতে দেখা গিয়েছে, হাতির পিঠে দড়ি দিয়ে আষ্টেপৃষ্ঠে…

% দিন আগে

শীত ও গ্রাম-শহরের পিঠা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২৫ পৌষ ১৪৩১…

% দিন আগে

যে ফলে কামড় দিলেই খিলখিলিয়ে হেসে উঠবে ত্বক!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা জানি মোটামুটি সব ধরনের মৌসুমি ফল এবং সবজিই স্বাস্থ্য…

% দিন আগে

অনার বাংলাদেশ নিয়ে আসছে ‘এক্সাইটিং’ ডিভাইস!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মোবাইল হ্যান্ডসেটের এন্ট্রি-লেভেল ক্যাটাগরিতেও ব্যবহারকারীদের চমকে দিতে প্রস্তুত অনার বাংলাদেশ।…

% দিন আগে

মৌরি প্রদাহ কমায়: তবে খাওয়ার নিয়ম মানতে হবে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মৌরির গুণের কথা বলে শেষ করা যাবে না। চিকিৎসকরা জানিয়েছেন,…

% দিন আগে