দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্বখ্যাত নকিয়া মোবাইলের নির্মাতা এইচএমডি গ্লোবাল নতুন প্রজন্মের তিনটি নকিয়া অ্যান্ড্রয়েড স্মার্টফোন বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে।
স্পেনের বার্সলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস উপলক্ষে নকিয়ার ৩টি অ্যান্ড্রয়েড স্মার্টফোনের মোড়ক উন্মোচন করা হয়েছে।
বিশ্বজুড়ে বহুল আলোচিত ও প্রত্যাশিত নতুন নকিয়া স্মার্টফোনগুলো হচ্ছে নকিয়া৬, নকিয়া৫ ও নকিয়া৩। এই ফোনগুলোর মধ্যে অসাধারণ ডিজাইন ও দৃষ্টিনন্দন নকশায় তৈরি নকিয়া৬ স্মার্টফোনটি ব্যবহারকারীদের বিনোদন দেবে বলে ধারণা করা হচ্ছে। নকিয়া৩ স্মার্টফোনটির মানও বেশ ভালো। দামের দিক থেকেও এটি সাশ্রয়ী।
জানা গেছে, নকিয়ার নতুন প্রজন্মের এই স্মার্টফোনগুলো চলবে অ্যান্ড্রয়েড নোগাট অপারেটিং সিস্টেমে।
উল্লেখ্য, মোবাইল প্রযুক্তির শুরুতে বাংলাদেশে নকিয়ার খ্যাতি ছিলো শীর্ষে। নব্বইয়ের শেষ দিকে নকিয়া মোবাইল এদেশের বাজার দখল করেছিলো।