এবার পকেটের মধ্যেই থাকবে আমান একটি ঘর!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ খুবই বিস্ময়কর বিষয়। পকেটের মধ্যে থাকবে আমান একটি ঘর! তাও কী সম্ভব? এই প্রশ্ন আসাটায় স্বাভাবিক। তবে ঘটনাটি সত্যি। অন্তত ছবি দেখলে কিছুটা হলেও বুঝতে পারবেন।

প্রথমে বিষয়টি শুনলে কল্পনা ছাড়া কিছু নয় বলেই মনে হবে। কিন্তু বাস্তবে বিষয়টি সত্যি। যেমন ধরুন, আপনার নিজের কোনো বাড়ি-ঘর নেই, যাযাবরের মতো বসবাস করেন। কিংবা আপনি কোনো গহীন জঙ্গলে বেড়াতে যাবেন, সেখানে আপনার রাত্রী যাপন করার দরকার। তখন আপনি এমন পকেট ঘরটি পকেটে ভরে নিয়ে যেতে পারেন। হয়তো আপনার কাজে লেগেও যেতে পারে। হয়তো দেখা যায় ভাড়া বাসায় আয়ের অর্ধেকটাই চলে যায়, তাই এটাও ছেড়ে দিলেন। তাহলে আপনিত থাকবেন কোথায়? এবার বাসস্থান রয়েছে আপনার পকেটেই! পকেট থেকে ভাঁজরা নিজের অ্যাপার্টমেন্টটা খুলে ফললেন- ব্যাস! এখন সেখানে বিশ্রাম কিংবা ঘুমানোর জন্য প্রস্তুত রয়েছে আপনার নিজের ঘর।

এমন একটি বিস্ময়কর ঘটনা ঘটিয়ে দিয়েছেন ডিজাইনার মার্টিন আজুয়া। বার্সেলোনায় বসবাসরত ডিজাইনার তিনি। তিনি বানিয়েছেন ‘বেসিক হাউজ’। বাইরের ধুলা-বালি এবং রোদ-বৃষ্টি বা শীত হতে বাঁচতে এই ঘরটি নিজের পকেটে নিয়েই চলাচল করতে পারবেন অনায়াসে।

এটি মূলত ছোটখাটো একটি ঘর যা অনেকটা তাবুর মতোই মনে হবে। মূলত একটা গোলাকার তাবু তৈরি হবে এটি খুলে ফেললে। কৌশলের সঙ্গে এই ঘর তৈরির উপাদান বানানো হয়েছে। শীতের সময় ঘরের ভেতরে উষ্ণ ও গরমের সময় শীতল তাপমাত্রা বজায় রাখবে এই নতুন আবিষ্কৃত ঘরটি।

চলে গেলেন যেখানে খুশি। সেটি হতে পারে খাগড়াছড়ি কিংবা সুন্দরবন, বা সিলেটের জাফলং। আপনার পকেট থেকে বের করে ভাঁজ খুলে ঘরটিকে প্রস্তুত করে বেশি কিছু করতে হবে না আপনাকে। স্রেফ খুলে কিছুক্ষণ ঝাঁকাতে থাকুন। বাতাস ভরে ঠিক বলের মতো ফুলে উঠবে এটি। উদ্ভাবক মার্টিন তার ওয়েবসাইটে লিখেছেন যে, এই ঘনক্ষেত্রটি থাকার জন্য বেশ আরামদায়ক। কিছুই নেই, থাকার জন্য সব ব্যবস্থাই রয়েছে এতে। বেসিক হাউজ আসলে কোনো পণ্য নয়, বরং এটি বাহুল্য বর্জনের চূড়ান্ত একটি উদাহরণ বলা যায়। বিপদের সময় মানুষের সঙ্গীও বলা যাবে এই ঘরটিকে!

This post was last modified on মার্চ ৫, ২০১৭ 12:56 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

খেজুরের রস ও শীত

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২৭ পৌষ ১৪৩১…

% দিন আগে

প্রাপ্তবয়স্ক ও শিশুদের ক্ষেত্রে দুধ কখন ও কতোটা খেলে উপকার হবে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনি দুধ কোন সময় খাচ্ছেন ও কতোটুকু খাচ্ছেন, তা জানা…

% দিন আগে

নতুন বছর ২০২৫ সালে হোয়াটসঅ্যাপের উপহার একগুচ্ছ ফিচার

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ে বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং এন্ড কলিং প্ল্যাটফর্ম হলো…

% দিন আগে

নুহাশ হুমায়ূন ‘বেসুরা’য় ব্যতিক্রমি চরিত্রে জয়া আহসান!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নুহাশের চলচ্চিত্র মানেই এক অন্যরকম অনুভূতি। আর সেই চলচ্চিত্র ‘বেসুরা’য়…

% দিন আগে

গাজার মতোই পশ্চিম তীরকেও ধ্বংসস্তূপে পরিণত করতে চায় ইসরায়েল: হারেৎজ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গাজার মতোই অধিকৃত পশ্চিম তীরকেও ধ্বংসস্তূপে পরিণত করতে চাই ইসরায়েলি…

% দিন আগে

সোনা ভেবে রাস্তা থেকে পাথর কুড়িয়ে এনেছিলেন: ১৫ বছর পর আসল সত্যি জেনে চক্ষু চড়কগাছ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সোনা ভেবে রাস্তা থেকে পাথর কুড়িয়ে এনেছিলেন এক ব্যক্তি। ১৫…

% দিন আগে