দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা অবশ্য অনেকদিন আগেও এমন একটি খবর পড়েছিলাম। তখন শুধু একটি মৃত ব্যক্তির খণ্ডাংশের কথা বলা হয়েছিলো। তবে এবার খবর বেরিয়েছে রীতিমতো আকাশ থেকে নাকি বৃষ্টির মতো পড়ছে হাত-পায়ের বৃষ্টি।
দৃশ্যটি অনেকটা হরর ফিল্ম থেকে উঠে আসা কোনও দৃশ্যের মতো। বা ভয়াবহতার দিক থেকে এই দৃশ্য অতিক্রম করে যেতে পারে হরর ফিল্মকেও! রাস্তায় বেরিয়ে দেখা যাচ্ছে, আকাশ থেকে পানি নয়, অনেকটা বৃষ্টির মতোই ঝরে পড়ছে মানবদেহের কাটা অংশ। কখনও আকাশ থেকে নেমে আসছে কাটা রক্তমাখা হাত, আবার কখনওবা একটি আস্ত পা কিংবা গোড়ালি! আতঙ্কে দিশাহারা হয়ে মানুষ ছোটাছুটি করছেন চতুর্দিক। কেও ভাবছেন, এ কোনও অলৌকিক শয়তানের অভিশাপ নাকি।
সৌদি আরবের জেদ্দা শহরে বছর তিনেক আগে এমন একটি ঘটনা ঘটেছিল। সেই পুরনো ঘটনারই ছবি ভাইরাল হয়েছে বর্তমান সোশ্যাল মিডিয়ায়। সেইসঙ্গে শেয়ার হয়ে চলেছে এক আজগুবি খবর। দাবি করা হচ্ছে যে, পৃথিবীর ধ্বংস যে আসন্ন তারই ইঙ্গিত হিসেবে বিভিন্ন দেশে আকাশ থেকে নেমে আসছে এমন ধরনের কাটা হাত-পা।
আজকের কথা নয়, ২০১৪ সালের গোড়ার দিকের কথা। তখন বিভিন্ন আরবি সংবাদমাধ্যমে প্রকাশ পেয়েছিলো এমন একটি ঘটনা সংক্রান্ত খবর। বলা হয়, জেদ্দা শহরের মুশরেফা নামক এলাকায় এভাবে আকাশ থেকে কাটা হাত-পা নেমে আসার ঘটনা ঘটছে। সেইসঙ্গে আরও জানানো হয় যে, আদপে বিমানভাড়া বাঁচানোর তাগিদে অনেক দরিদ্র মানুষই মধ্যপ্রাচ্যে প্লেনের চাকার কাছে বসে যাতায়াত করে থাকেন। ৩১৫ জন যাত্রীকে নিয়ে তেমনই একটি প্লেন উড়ে আসছিল ইরানের মাসশাদ শহর হতে। কিছু যান্ত্রিক গোলযোগের কারণে ৭৬৭-৩০০ ইআর নামের সেই প্লেনটি মদিনায় ইমারজেন্সি ল্যান্ডিং করতে বাধ্য হয়। সেই সময়েই প্লেনের চাকার চাপে আহত হন প্লেনের হুইল বে-তে বসে থাকা যাত্রীরা। বহু যাত্রীরই হাত-পা শরীর হতে বিচ্ছিন্ন হয়ে নীচে খসে পড়ে। সেই কাটা হাত-পা-ই জেদ্দার মুশরেফার আকাশ হতে নেমে আসতে দেখা যায়। খবরে প্রকাশ পেয়েছিলো, অন্তত ২৯ জন যাত্রী আহত হন এই দুর্ঘটনায়।
ধারণা করা হচ্ছে, সেই ঘটনারই ছবি এবং আংশিক তথ্য নিয়ে বর্তমানে ফেসবুক পোস্ট বানানো হয়েছে। তাতে বলা হচ্ছে, আকাশ থেকে এভাবে মানুষের দেহাংশ নেমে আসার প্রকৃত বিষয় সৃষ্টি ধ্বংসের পূর্বাভাস। এমন পোস্ট দেখে অনেকেই বিভ্রান্ত ও ভয়ার্ত বোধ করছেন। তাই এমন ছবি দেখে আতঙ্কিত হওয়ার কোনই কারণ নেই।
This post was last modified on মার্চ ১৫, ২০১৭ 11:31 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্রণ বিষয়ে চিকিৎসকরা মনে করেন, অ্যাডাল্ট অ্যাকনির নেপথ্যে মূল কারণ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সেরা প্রযুক্তি আও উদ্ভাবনের জোরে বিনোদনের সংজ্ঞাকে প্রতিনিয়ত পাল্টে দিচ্ছে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভিটামিন বি১২ শরীরের কতগুলো গুরুত্বপূর্ণ কাজ পরিচালনা করে। তাই এই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ (সোমবার) আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বাংলা সিনেমার কিংবদন্তী…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় গত ৩ দিনে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভিডিও ভাইরাল করতে গিয়ে এক যুবক দেশলাই জ্বালিয়ে পেট্রোলের উপর…