দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সম্প্রতি ছাড়পত্র পেয়েছে চিত্রনায়ক বাপ্পি ও চিত্রনায়িকা আঁচল অভিনীত ‘সুলতানা বিবিয়ানা’ চল্চ্চিত্রটি। ছবিটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা হিমেল আশরাফ।
গত সপ্তাহে ‘সুলতানা বিবিয়ানা’ ছবিটি কোনরকম কর্তন ছাড়ায় সেন্সর বোর্ডের অনুমোদন পেয়েছে। সেন্সর বোর্ডের সদস্যরা এই ছবিটির ভূয়সী প্রশংসা করেছেন বলে জানা গেছে। ২৪ মার্চ ছবিটি মুক্তি পাবে বলে প্রযোজনা সূত্রে জানা গেছে।
এ বিষয়ে অভিনেতা বাপ্পী বলেন, মিষ্টি প্রেমের গল্পের ছবি ‘সুলতানা বিবিয়ানা’। এই ছবিটি নিয়ে আমি অনেক আশাবাদী। একেবারে গ্রামীণ আবহে নির্মিত হয়েছে নিটোল প্রেমের এই ছবিটি। দর্শকরা এই ছবিটিতে নতুন এক বাপ্পীকে আবিষ্কার করবেন।
ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে নির্মিত ‘সুলতানা বিবিয়ানা’ ছবির গল্প লিখেছেন ফারুক হোসেন। যশোর, রাজবাড়ী, ঝিনাইদহ, কুষ্টিয়া, বান্দরবানসহ দেশের বিভিন্ন জেলায় সিনেমাটির শুটিং হয়েছে।