দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মোটরবাইক চালানো কী এতো সহজ কাজ? চালাতে হয় অনেক বুঝে শুনে। তবে সেই কঠিক কাজটি করেছে চার বছরের এক শিশু।
একটু ভুলের কারণে ঘটে যেতে পারে বড় কোনো দুর্ঘটনা। বিশেষ করে মোটর বাইকের দুর্ঘটনা ঘটলে সম্ভাবনা থাকে অঙ্গহানির এমনকি প্রাণনাশেরও! তাই তো খুব পরীক্ষা-নিরীক্ষা নিয়ে ভেবে চিন্তেই দেওয়া হয় চালকের লাইসেন্স। তবে অবাক কাণ্ড হলো চার বছর বয়সের এই শিশুটি চালায় মোটরবাইক!
সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, ইউপিআইয়ে প্রকাশিত একটি খবরে দেখা যায় দিব্যি দ্রুত গতিতে মোটরবাইক চালাচ্ছে মাত্র চার বছর বয়সের ওই মেয়ে শিশু, পিছে যাত্রী হয়ে বসে আছে তারই বাবা!
ঘটনাটি ঘটেছে চীনের হাইনান প্রদেশের হাইকু এলাকায়। একজন পর্যটক শিশুটির মোটরবাইক চালানোর দৃশ্যটি ভিডিও করেন। ওই পর্যটক সংবাদ মাধ্যমকে বলেন, চালক বাচ্চাটি মাত্র চার বছর বয়সের ও তাদের দুজনের কারো মাথায়ই হেলমেটও ছিল না। প্রশ্ন উঠতে পারে এত ছোট বাচ্চা কীভাবে এটা করতে পারে, তাকে লাইসেন্সই বা দিলো কে? ভিডিও ধারণকারী এই ব্যাপারে অবশ্য পরিষ্কার কিছু বলতে পারেননি, পুলিশ এই ব্যাপারটি সম্পর্কে হয়তো জানে না, তাও সঠিক জানা যায়নি।
কেনোইবা এমন ঝুঁকিপূর্ণ কাজটি করছে তার অভিভাবকের সঙ্গেই সেটিও একি আশ্চর্যের বিষয়।