দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ট্রাম্প ও রাশিয়ার মধ্যে সম্পর্ক আছে কিনা তা তদন্ত করছে এফবিআই। তদন্ত করতে গিয়ে নতুন এক তথ্য প্রদান করেছে এফবিআই। ‘রাশিয়া হিলারিকে আঘাত করতে চেয়েছিল’ এমন মন্তব্য করেছে সংস্থাটি।
নির্বাচনকালীন সময় রাশিয়া ট্রাম্পকে সহযোগিতা করেছে এমন অভিযোগ ওঠার পর যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে। সেখানে জানানো হয় যে, রাশিয়ার সঙ্গে ট্রাম্পের নির্বাচনী ক্যাম্পেইনের সম্পর্ক আছে কি নেই সে বিষয়টি এখনও নিশ্চিত নয়। তবে রাশিয়া হিলারিকে আঘাত করতে চেয়েছিলো সেটি স্পষ্ট। এফবিআই ডাইরেক্টর জেমস কমি সোমবার এই কথা বলেছেন। এ সময় জেমস কমি ট্রাম্পের ফোনে আড়িপাতার বিষয়টিকে ‘গুজব’ বলেই উড়িয়ে দেন। জেমস কমি বলেন, ট্রাম্পের নিকট আড়িপাতার কোন প্রমাণ নেই।
জেমস কমি আরও জানান, এফবিআই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার সংশ্লিষ্টতার বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। আমরা তদন্তে জানতে পেরেছি রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কোনো অবস্থাতেই হিলারিকে চাননি। তবে এর কারণ এখনও স্পষ্ট নয়। ট্রাম্প শিবিরের সঙ্গে সরাসরি রাশিয়ার কোনো সম্পর্ক ছিলো কি না তা আমরা এখনও খুঁজে পাইনি।
সিএনএন’র খবরে বলা হয়, এ সময় জেমস কমি আরও মন্তব্য করেন, ট্রাম্পকে জয়ী করার থেকে হিলারি ক্লিনটনকে হারানোর জন্যই সম্ভবত রাশিয়া খুব বেশি উদ্যোগী ছিল।