দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টানা ভারি বৃষ্টিপাতে সৃষ্ট এক বন্যা ও ভূমিধসে পেরুতে কয়েক দিনের ব্যবধানে অন্তত ৭২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
বিবিসির খবরে বলা হয়েছে, গত প্রায় ৩০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই বন্যায় দেশটির অর্ধেকেরও বেশি এলাকা প্লাবিত হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে করে আটশরও বেশি শহরে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
গত সোমবার হতে পেরুর রাজধানী লিমার পানি সরবরাহ ব্যবস্থা বন্ধ ছিল, সরবরাহ ব্যবস্থা আবার চালু করার চেষ্টা শুরু হয়েছে বলে জানা যায়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশকে সাহায্য করতে দেশজুড়ে সশস্ত্র বাহিনী মোতায়েন রয়েছে।
দেশটির কোনো কোনো এলাকায় পানি ও খাবারের অভাব দেখা দেওয়ায় গত সপ্তাহে মূল্যস্ফীতি পাঁচ শতাংশ বেড়ে গেছে বলে জানিয়েছে দেশটির সরকার। বৃষ্টিপাত থামলেও আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াজনিত অস্থিরতা আরও কয়েক সপ্তাহ বিরাজ করবে বলে জানানো হয়।
সাম্প্রতিক মাসগুলোতে পেরু এবং প্রশান্ত মহাসাগরের তীরবর্তী দেশগুলো এল নিনোর ব্যাপক প্রভাব পড়েছে। এল নিনোর প্রভাবে সাগরের তাপমাত্রা বৃদ্ধি পেয়ে বাষ্পীয়ভবনের হার বেড়ে গিয়েছে এবং ভারি বৃষ্টিপাত হচ্ছে।
উল্লেখ্য, ১৯৯৮ সালেও শক্তিশালী এল নিনোর প্রভাবে পেরুতে ব্যাপক বন্যা হয়েছিল। সে সময়ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
This post was last modified on মার্চ ২১, ২০১৭ 9:51 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড এবং লেবাননজুড়ে ভয়াবহ হামলা চলমান রেখেছে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বপ্ন দেখে তা মনে রাখা সত্যিই দুষ্কর। আর তাই রাতের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৩০ কার্তিক ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…