দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চলচ্চিত্রের শুটিং এ পরিচালকই প্রধান। সেখানে পরিচালকের নির্দেশনায় শুটিং চলে সেটিই স্বাভাবিক। তবে এবার ‘ভালো থেকো’ ছবির শুটিং চলছে পরিচালক ছাড়াই !
সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, নেপালে চলছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক জাকির হোসেন রাজু পরিচালিত ‘ভালো থেকো’ চলচ্চিত্রের শুটিং । নায়ক-নায়িকা হতে শুরু করে মেকাপম্যান, ক্যামেরাম্যান এক কথায় পুরো ইউনিট কাজ করছেন নেপালে। তবে অবাক করা বিষয় হলো, পরিচালক নিজেই রয়েছেন বাংলাদেশে।
১৭ মার্চ, শুক্রবার হতে নেপালে শুটিং চলছে আরিফিন শুভ-তানহা তাসনিয়া অভিনীতি ছবি ‘ভালো থেকো’র ছবির গানের চিত্রায়নের কাজ। পরিচালক ছাড়াও শুটিং করার মতো এমন ‘অপমানজনক’ কাজের কারণে ছবির পরিচালক জাকির হোসেন রাজু গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে অভিযোগও করেছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে।
পরিচালক রাজু জানিয়েছেন, ‘সমিতিতে আমি অভিযোগ করেছি। দেখি, সমিতি কী উদ্যোগ গ্রহণ করে। পত্রিকা হতে জানতে পারি ইউনিট এখন দেশের বাইরে, অথচ ছবির পরিচালক হিসেবে আমি কিছুই জানি না!’ নেপালে অবস্থানরত ইউনিট সূত্রে জানা যায়, ‘ভালো থেকো’ ছবির প্রযোজক কামাল হাসান বর্তমানে নেপালে অবস্থান করছেন। প্রযোজনা প্রতিষ্ঠান অভি কথাচিত্রের ব্যবস্থাপনায় নেপালে শুটিং চালানো হচ্ছে।