দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কম দামের একটি স্মার্টফোন নিয়ে এলো সনি। এই সেটটি এক্সপেরিয়া সিরিজের। মডেল এক্সপেরিয়া এল১।
জানা গেছে, এক্সপেরিয়া সিরিজের সেট এটি। মডেল এক্সপেরিয়া এল১। ব্ল্যাক, হোয়াইট ও পিঙ্ক তিনটি রঙে ফোনটি পাওয়া যাবে।
সনির নতুন এই ফোনটিতে রয়েছে:
৫.৫ ইঞ্চির ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ১২৮০x৭২০ পিক্সেল।
ফোনটি ন্যারো বেজেল ডিজাইনে তৈরি।
এতে রয়েছে মিডিয়াটেক এমটি৬৭৩৭টি প্রসেসর আছে।
প্রসেসরের ক্লকস্পিড ১.৪ গিগাহার্জ।
রয়েছে মালি টি৭২০ এমপি২ গ্রাফিক্স প্রসেসিং ইউনিট।
ফোনটিতে রয়েছে ২ জিবি র্যাম।
এর বিল্টইন মেমোরি হলো ১৬ জিবি। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি বাড়ানোর সুযোগও রয়েছে।
সনি এক্সপেরিয়া এল১ ফোনটিতে আরও রয়েছে:
১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা।
এই ক্যামেরার অ্যাপাচার এফ২.২।
এর রিয়ার ক্যামেরা ৫ মেগাপিক্সেলের।
এটিতে ২৪ মিলিমিটার ওয়াইয় অ্যাঙ্গেল লেন্স ব্যবহার করা হয়েছে।
ফ্রন্ট ক্যামেরার অ্যাপারচার হলো এফ২.২।
ডুয়েল সিমের এই নতুন ফোনটি অ্যানড্রয়েড ৭.০ নুগাট অপারেটিং সিস্টেম চালিত। এর ব্যাটারি ২৬২০ মেগাপিক্সেলের। কানেকটিভিটি হিসেবে ফোনটিতে রয়েছে ফোরজি, এলটিই, ওয়াইফাই, ব্লটুথ, এনএফসি, এজিপিএস, গ্লোনাস ও ইউএসবি টাইপ-সি। নতুন এই ফোনটি দাম ধরা হয়েছে ২১০ ডলার।