স্টিফেন হকিং বললেন ‘ট্রাম্পের দেশে মনে হয় আর সম্মান পাবো না’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের অন্যতম দুটি সম্মানজনক পদক যিনি অর্জন ইতিমধ্যে করেছেন, সেই বিশ্বখ্যাত ব্রিটিশ পদার্থবিদ স্টিফেন হকিং মনে করছেন, সে দেশে এবার গেলে হয়তো তিনি আর যথাযথ সম্মান পাবেন না।

স্টিফেন হকিং বললেন ‘ট্রাম্পের দেশে মনে হয় আর সম্মান পাবো না’ 1স্টিফেন হকিং বললেন ‘ট্রাম্পের দেশে মনে হয় আর সম্মান পাবো না’ 1

ধারণা করা হচ্ছে, কট্টর অভিবাসীবিরোধী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কারণেই তাঁর মধ্যে এমন ভীতির সঞ্চার হয়েছে এই ব্রহ্মাণ্ডবিদের।

গুড মর্নিং ব্রিটেনকে সোমবার দেওয়া এক সাক্ষাৎকারে হকিং তাঁর আতঙ্কের এই কথাটি প্রকাশ করেন। তাঁর অভিমত হলো, প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র একদম ডানপন্থী ও স্বৈরাচারের দিকেই এগোচ্ছে। সেখানেই তাঁর ভয়। তিনি বলেন, ‘আমি আবার যুক্তরাষ্ট্রে যেতে চাই এবং অন্য বিজ্ঞানীদের সঙ্গে কথাও বলতে চাই। কিন্তু আমার ভয় হলো, আমাকে হয়তো আর আগের মতো স্বাগত জানানো হবে না।’ অথচ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার নিকট হতে হকিং গ্রহণ করেছেন প্রেসিডেনশিয়াল স্বাধীনতা পদক। যুক্তরাষ্ট্রের সম্মানজনক ফ্রাংকলিন পদকও পেয়েছেন এই পদার্থবিদ।

Related Post

ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ৭৫ বছর বয়সী গবেষক হকিং উদ্বিগ্ন হয়েছেন ট্রাম্পের পরিবেশবিষয়ক মনোভাবেও। পরিবেশ নিয়ে পরিবেশবাদীদের আশঙ্কা ও কর্মকাণ্ডকে ধাপ্পাবাজি মনে করেন ট্রাম্প! সেদিকে ইঙ্গিত করে স্টিফেন হকিং বলেন, ‘আমাদের সামনে আসা সবচেয়ে ভয়াবহ বিপদগুলোর মধ্যে একটি হলো জলবায়ু পরিবর্তন। তবে এটা আমাদের পক্ষে প্রতিরোধ করা সম্ভব। জলবায়ু পরিবর্তনের প্রভাব আমেরিকার ওপর সর্বাধিক। সুতরাং সমস্যাটা সামাল দিতে পারলে তিনি হয়তো দ্বিতীয় মেয়াদেও জিতে যাবেন।’ পরিবেশ সুরক্ষা সংস্থা প্রধানের পদ হতে পরিবেশবাদবিরোধী স্কট প্রুইটকে সরিয়ে দেওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন।

গার্ডিয়ান লিখেছে, ট্রাম্প সম্পর্কে স্টিফেন হকিং আরও বলেছেন, ‘বিশ্বায়নের প্রতি বিতৃষ্ণ যেসব মানুষ অভিজাত শাসকদের কারণে নিজেদেরকে অধিকারবঞ্চিত মনে করেছে, ট্রাম্প তাদের ভোটেই নির্বাচিত হয়েছেন। যারা উদারপন্থী নয় বা তথ্যসমৃদ্ধও নয়, সেই সব নির্বাচককে সন্তুষ্ট করাটাকেই ট্রাম্প অগ্রাধিকার দেবেন- অন্তত তার কর্মকাণ্ডে সেটিই মনে হচ্ছে।’

This post was last modified on মার্চ ২২, ২০১৭ 9:08 পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

সৌদি আরব হজ পালনে হাজীদের জন্য নতুন নিয়ম দিয়েছে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হাজীদের জন্য নতুন বাধ্যবাধকতা আরোপ করলো সৌদি আরব। এবার দেশটি…

% দিন আগে

বন্ধুকে ‘মারার’ শাস্তি স্বরূপ বালককে আঁচড়ে-কামড়ে, কাঁদিয়ে ছাড়লো এক বিড়াল!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভুল করে বিড়ালটির গায়ের উপর পা তুলে দেয় এক তরুণ।…

% দিন আগে

স্বচ্ছ পানি আর পাহাড়-পর্বত

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫ খৃস্টাব্দ, ১১ চৈত্র ১৪৩১…

% দিন আগে

কী বলছে সমীক্ষা: চুটিয়ে গল্প না করে চুপ করে থাকলেই কী মজবুত হবে সম্পর্কের ভিত?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কথা মনের মধ্যে চেপে না রেখে, তা খোলাখুলিভাবে বলে দিলেও…

% দিন আগে

ঈদ উপলক্ষে স্যামসাং স্মার্টফোনে দুর্দান্তসব মূল্যছাড়

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে আকর্ষণীয় অফার ঘোষণা করলো স্যামসাং। দুর্দান্ত এই…

% দিন আগে

পেটের স্বাস্থ্য ভাল কি না সেটি বোঝা যাবে ঢেকুরেই!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পেটের স্বাস্থ্য ভালো কি না, তা বুঝে নেওয়ার সহজ পরীক্ষাও…

% দিন আগে