অন্যের জিনিস ব্যবহার করা অশুভ কেনো? জেনে নিন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকের একটি বদ অভ্যাস আছে। আর তা হলো অন্যের জিনিস ব্যবহার করা। প্রয়োজনেই হোক আর অপ্রয়োজনেই হোক অন্যের জিনিস ব্যবহার করা অশুভ কিন্তু কেনো? জেনে নিন।

বিষয়টি আপনার কাছে খুব সাধারণ মনে হতে পারে। তবে এটি একেবারে সাধারণ কিছু নয়। কারণ অন্যের জিনিস হয়তো আপনি অনেক সময় প্রয়োজনেই ব্যবহার করেন। তবে সেটি মোটেই ঠিক নয়। অন্তত তেমনটাই বলে থাকে বাস্তুশাস্ত্র। এমন অনেক কিছুই রয়েছে যা অন্য কেও একবার ব্যবহার করলে তা আর ব্যবহার করা মোটেও ঠিক নয়। বলা হয়ে থাকে প্রতিটা মানুষের নিজস্ব একটি এনার্জি রয়েছে। তা বেশ কিছু ব্যবহৃত বস্তুর সঙ্গে জড়িয়ে থাকতে পারে। অন্য কেও সেই ব্যবহৃত বস্তু ফের ব্যবহার করলে তা দ্বিতীয়বার ব্যবহারকারীর জন্য খুবই অশুভ বিষয়। আর্থিক ক্ষতির সম্ভাবনাও থাকে, সেইসঙ্গে বিঘ্নিত হয় মানসিক শান্তিও। দেখে নেওয়া যাক সেইসব তালিকায় রয়েছে কী কী বস্তু :

এক: বাস্তুশাস্ত্র বলছে, কখনও কারও বিছানা ব্যবহার করা উচিৎ নয়। সে কারণে আপনার বাস্তুদোষ দেখা দিতে পারে। অন্য কোনও ব্যক্তির জীবনে যদি আর্থিক অনটন থাকে তাহলে সেটি আপনাকেও গ্রাস করবে।

দুই: অনেক সময় দেখা যায় কোনও বন্ধু বা প্রিয়জনের হাতের ঘড়ি খুলে নিজের হাতে পরে ফেলতে। যে কারণে মারাত্মক কিছু হতে পারে- বিষয়টি বলেছে বাস্তুশাস্ত্র। কোনও কাজে ব্যর্থতার মুখোমুখি দাঁড়াতে হতে পারেন আপনি। সমস্যায় পড়তে পারেন টাকা-পয়সাতেও।

তিন: একইভাবে কারও পোশাকও ব্যবহার করা মোটেও ঠিক নয়। বলা হয়ে থাকে, তার জীবনে যে সমস্যা রয়েছে, তা নাকি ছড়িয়ে পড়তে পারে আপনার জীবনেও।

চার: অন্যের রুমাল ব্যবহার করার সময়ও আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। বাস্তুশাস্ত্র বলে, এর কারণে দু’জনের মধ্যে ঝামেলা লাগার সম্ভাবনা বেশি।

পাঁচ: অন্যের কলম নিয়ে তা না ফেরানোর অভ্যাসটা কি আপনার এখনও রয়েছে? আজই বদলে ফেলুন এমন বদঅভ্যাস। সুযোগ বুঝে সে আপনাকে ছোট বড় পাঁচটা কথাও শুনিয়ে দিতে পারে। সেইসঙ্গে আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন আপনি।

ছয়: টাকা ধার নিয়ে তা শোধ দেয় না এমন লোকও আমাদের সমাজে কম নেই। আপনি নিশ্চয়ই এমনটা করেন না? এমনটা করলে আখেরে আপনারই ক্ষতি। বাস্তুশাস্ত্র বলছে যে, এমন কিছু করলে পরে আপনি আর্থিক লোকসানের মুখে পড়তে পারেন।

This post was last modified on এপ্রিল ৬, ২০১৭ 1:52 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

চাদে প্রেসিডেন্ট প্রাসাদে বোকো হারাম সন্ত্রাসী গোষ্ঠীর হামলায় নিহত ১৯

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মধ্য আফ্রিকার দেশ চাদের রাজধানী এনজামেনায় প্রেসিডেন্ট প্রাসাদে বোকো হারাম…

% দিন আগে

মানুষখেকো বাঘকে হাতির পিঠে বাঁধা হয়েছে! বিরক্ত জনগণ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাইরাল এক ভিডিওতে দেখা গিয়েছে, হাতির পিঠে দড়ি দিয়ে আষ্টেপৃষ্ঠে…

% দিন আগে

শীত ও গ্রাম-শহরের পিঠা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২৫ পৌষ ১৪৩১…

% দিন আগে

যে ফলে কামড় দিলেই খিলখিলিয়ে হেসে উঠবে ত্বক!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা জানি মোটামুটি সব ধরনের মৌসুমি ফল এবং সবজিই স্বাস্থ্য…

% দিন আগে

অনার বাংলাদেশ নিয়ে আসছে ‘এক্সাইটিং’ ডিভাইস!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মোবাইল হ্যান্ডসেটের এন্ট্রি-লেভেল ক্যাটাগরিতেও ব্যবহারকারীদের চমকে দিতে প্রস্তুত অনার বাংলাদেশ।…

% দিন আগে

মৌরি প্রদাহ কমায়: তবে খাওয়ার নিয়ম মানতে হবে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মৌরির গুণের কথা বলে শেষ করা যাবে না। চিকিৎসকরা জানিয়েছেন,…

% দিন আগে