দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফোর স্ট্রোক ইঞ্জিন চালিত সিএনজি গাড়ির পরিবর্তে এবার আসছে ভারতের বাজাজ কোম্পানির (BAJAJ RE.60) কিউট নামের নতুন একটি গাড়ি।
বাংলাদেশের বাজারে এটি আনছে রানার অটোমোবাইল লিমিটেড। গত ২৭ মার্চ রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এই গাড়ির আনুষ্ঠানিক বাজারজাতকরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে বাজাজের জেনারেল ম্যানেজার মনিষ শিংরাথোর বলেছেন, বাজাজের চার চাকার কিউট রানারের মাধ্যমে বাংলাদেশের বাজারে আনতে পেরে আমরা গর্বিত। কারণ এসব যানবাহন এদেশের নিরাপদ, আকর্ষণীয় জ্বালানি সাশ্রয়ী এবং পরিবেশের জন্যও খুবই উপযোগী। ইতিমধ্যে এটি বিশ্বের ২০টি দেশে বাজারজাত করা হয়েছে।
জানা গেছে, এই পরিবহন ৪ চাকা বিশিষ্ট হওয়াতে দুর্ঘটনার ঝুঁকিও অনেক কম। চার চাকার কিউট ব্র্যান্ডের গাড়ির দাম ৪ লাখ ৯৯ হাজার টাকা। এটি একসঙ্গে ৪ হতে ৫ জন যাত্রী বহন করতে পারবে।
নতুন এই কিউট গাড়িতে রয়েছে ২০ বিএইচপি ক্ষমতাধারী সিঙ্গেল সিলিন্ডারের ইঞ্জিন। ৭০ কিলোমিটার গতিতে চলতে পারে এটি। এই গাড়িটি ১ লিটার তেলে ৩৭ কিলোমিটার পথ চলতে পারবে। প্রতি কিলোমিটারে মাত্র ৬০ গ্রাম কার্বন নির্গত করবে, যার এটিকে বলা যাবে পরিবেশবান্ধব।
আশা করা হচ্ছে, নতুন ধরনের এই বাহনটি যানজট নিরসনে অনেক জনপ্রিয় হবে। বিকল্প বাহন হিসেবে এটি স্কুল, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, পর্যটক এবং অফিসসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যান হিসেবে ভূমিকা রাখতে সক্ষম হবে। আগামী নয় মাসের মধ্যে এই গাড়ি বাজারজাতকরণের জন্য ২০জন ডিলার নিয়োগ করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির এক কর্মকর্তারা।
This post was last modified on এপ্রিল ২১, ২০১৭ 6:10 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড এবং লেবাননজুড়ে ভয়াবহ হামলা চলমান রেখেছে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বপ্ন দেখে তা মনে রাখা সত্যিই দুষ্কর। আর তাই রাতের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৩০ কার্তিক ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…