দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আবার সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনার ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সেলফি তুলতে গিয়ে সেতু হতে ৬০ ফুট উঁচু থেকে নিচে পড়ে গেছেন এক নারী। তবে ভাগ্যক্রমে তিনি বেঁচে গেছেন!
জানা গেছে, ক্যালিফোর্নিয়ার অবার্নের ৬০ ফুট উঁচু ফরেস্টহিল ব্রিজের সংরক্ষিত এলাকায় সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনায় পড়েন এক নারী।
দুর্ঘটনাকবলিত ওই নারীর বন্ধু পল গণচারুক জানিয়েছেন, অসাবধানতাবশত তিনি পড়ে যান। গুরুতর জখম হয়েছেন ওই নারী। তার হাড় ভেঙে গেছে, তবে ভাগ্যক্রমে তিনি বেঁচে গেছেন।
পল গণচারুক জানিয়েছেন, সেতুর ওপর তারা সেলফি তুলছিলেন। সবাই মিলে বড়ো একটি বিম ধরে রেখেছিলেন তারা। কিন্তু হঠাৎ ভারসাম্য হারিয়ে পড়ে যায় তার বন্ধুটি।
ওই নারী সেতু থেকে পড়ে যাওয়ার পর ক্যামেরা বহনকারীদের উদ্দেশে ফেসবুকে একটি পোস্ট দিয়েছে ক্যালিফোর্নিয়ার পুলিশ। তাতে বলা হয়েছে, সামান্য সেলফি তুলতে গিয়ে আপনি নিজের জীবন হারাতে পারেন।
ক্যালিফোর্নিয়ার ৭৩০ ফুট দীর্ঘ এই সেতুটি যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহত্তম সেতু।
দুর্ঘটনার শিকার ওই নারীর পরিচয় প্রকাশ করা হয়নি। ওই নারীর বন্ধুদের একটি দল সেতুর নিচে ক্যাটওয়াক করছিলো। সেতুর উপর থেকে তখন সেলফি তুলতে গিয়েই ৬০ ফুট নিচে পড়ে যান তিনি।
জানা যায়, ওই নারীকে তৎক্ষণাত উদ্ধার করার পর দ্রুত হেলিকপ্টারে করে চিকিৎসার জন্য রোজভিল মেডিকেল সেন্টারে নেওয়া হয়। ফেসবুকে ক্যালিফোর্নিয়ার পুলিশের দেওয়া ওই পোস্টে উল্লেখ করা হয়েছে, ওই নারী অত্যন্ত ভাগ্যবান ছিলেন। তার পরিণতি এর চেয়েও হয়তো খারাপ হতে পারতো।
জানা গেছে, ওই সেতুর নিচের লোহার বেষ্টনি দিয়ে চলাচল নিষিদ্ধ। তারপরও কেও হাঁটলে পুলিশ তাকে আটক করে থাকে।
বিপদসীমা পার হয়েও সেলফি তুলে ফেসবুকে পোস্ট করাটা দিনকেদিন জনপ্রিয় হয়ে উঠছে। তবে ওই এলাকায় যাতে আর কেও এমন দুর্ঘটনায় পতিত না হয় সে পুলিশ আগের থেকে আরও তৎপর রয়েছে।
This post was last modified on এপ্রিল ৮, ২০১৭ 5:52 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়া বা চারপাশের নানা ঘটনার কারণে বিভ্রান্তি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জনগণকে আধুনিক টেলিযোগাযোগ নেটওয়ার্কের আওতায় নিয়ে আসার জন্য ইউনিয়ন পর্যায়…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিপাকের গতি বাড়ানোর মূল কার্যকরী পন্থাগুলোই হলো স্বাস্থ্যকর খাবার খাওয়া,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ছোটপর্দার পাশাপশি বড়পর্দায়ও বাজিমাত করেছেন এই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, কুরস্কের পশ্চিমাঞ্চলে থাকা ইউক্রেনীয় সেনারা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চলন্ত ট্রেন হতে এক যাত্রীর হাত ধরে বাইরে ঝুলে আছেন…