দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মোবাইল-হোয়াটস অ্যাপের পর এবার দেখা তালাকের নতুন এক নিদর্শন দেখা গেলো। সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে ভারতীয় এক স্ত্রীকে তালাক দিলেন তার সৌদি প্রবাসী স্বামী। ওই ভারতীয় মহম্মদ মুশতাকুদ্দিন সৌদি আরবের একটি ব্যাংকে কর্মরত।
সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, গত মাসের ৪ তারিখে হায়দরাবাদের একটি উর্দু দৈনিকে বিজ্ঞাপন দিয়ে নিজের স্ত্রীকে তালাকের কথা জানিয়ে দেন মহম্মদ মুশতাকুদ্দিন নামে ওই ব্যক্তি। বিজ্ঞাপন দেখে হতচকিত হয়ে পড়েন তার তালাকপ্রাপ্ত মহম্মদ মুশতাকুদ্দিনের স্ত্রী।
বিজ্ঞাপন প্রকাশের ঠিক ১৫ দিন পরে স্বামীর আইনজীবী তাকে ফোন করে। ২০১৫ সালে বিয়ে হয় মহম্মদ মুশতাকুদ্দিন দম্পতির। বিয়ের ৫ মাস পর হতেই তারা সৌদি আরবে বসবাস করছিলেন। গত বছর তাদের একটি কন্যা সন্তানের জন্ম হয়। মাস দুয়েক আগে স্বামীর সঙ্গে ঝগড়া করে হায়দরাবাদে বাপের বাড়িতে চলে আসেন মহম্মদ মুশতাকুদ্দিনের স্ত্রী।
সপ্তাহ খানেক পর হতে স্ত্রীর ফোন ধরছিলেন না মহম্মদ মুশতাকুদ্দিন। এরপর শ্বশুরবাড়ি হতে ওই নারীকে মহম্মদ মুশতাকুদ্দিনের সঙ্গে যোগাযোগ করতে নিষেধ করা হয়। ১০ মাসের মেয়ে থাকতেও আচমকা সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে মহম্মদ মুশতাকুদ্দিনের তালাক পেয়ে একেবারে ভেঙে পড়েছেন ওই নারী।
তবে মহম্মদ মুশতাকুদ্দিনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছে হায়দরাবাদের পুলিশ। ২০ লক্ষ টাকা যৌতুকের জন্য স্ত্রীর উপরে মহম্মদ মুশতাকুদ্দিন অত্যাচার চালিয়েছে বলে অভিযোগ দায়ের করা হয় বলে জানান পুলিশ কর্মকর্তা।