দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা সবাই জানি দুনিয়ার অধিকাংশ মানুষই ডান হাতে তাদের কাজকর্ম করে থাকেন। তবে পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় পৌনে ৮ শতাংশ লোক বাম হাত ব্যবহার করেন। সেইসব বা’হাতি মানুষ সম্পর্কে কিছু চমকপ্রদ তথ্য জেনে নিন!
মানব ইতিহাসের দিকে তাকালে দেখা যায় য়ে, পৃথিবীর অনেক প্রতিভাবান লোকই ছিলেন বাঁহাতি । এখন প্রশ্ন আসতে পারে, ৯২ শতাংশ মানুষ যেখানে ডানহাতি, সেখানে এই ৮ শতাংশ মানুষ কেনোই বা’হাতি হলেন?
বা’হাতি মানুষদের সম্পর্কে কিছু চমকপ্রদ তথ্য জেনে নিন:
# গবেষকরা বলেছেন, বাঁহাতিদের অন্য মানুষের তুলনায় আইকিউ সামান্য একটু বেশি। বুদ্ধিমত্তা এবং আইকিউ বিষয়ে কাজ করা প্রতিষ্ঠান মেনসার হিসাবে তাদের ২০ শতাংশ মানুষই বাঁহাতি। বহু বাঁহাতি মানুষেরই সঙ্গীত বাজানোর অসাধারণ দক্ষতা আছে। তাছাড়া তাদের শ্রবণশক্তিও অত্যন্ত ভালো।
# আবার বাঁহাতি নারীর তুলনায় বাঁহাতি পুরুষের সংখ্যা প্রায় দ্বিগুণ বলে এক তথ্যে জানা গেছে। বিশ্বে বাঁহাতি মানুষদের সংখ্যা মোট জনসংখ্যার প্রায় ১৫ শতাংশ বলে জানানো হয়েছে এক তথ্যে।
# বক্সিং প্রতিযোগিতার ক্ষেত্রে দেখা যায় যে, তাদের স্বর্ণপদক বিজয়ীদের মাঝে ৪০ শতাংশই বাঁহাতি খেলোয়াড়। উচ্চশিক্ষার ক্ষেত্রে বাঁহাতিরা অন্যদের তুলনায় অনেক এগিয়ে রয়েছেন। বাঁহাতিরা অন্যদের তুলনায় ২৬ শতাংশ ধনী হয়ে থাকে বলেও এক গবেষণায় উঠে এসেছে।
# আবার আরেক গবেষণায় উঠে এসেছে যে, বাঁহাতি মানুষদের সঙ্গে ডানহাতিদের পছন্দেরও বেশ কিছু অমিল রয়েছে। যেমন ওয়্যার-বাউন্ড নোটবুক বাঁহাতিদের বেশি অপছন্দ করতে দেখা গেছে। বাঁহাতিরা বহু ধরনের প্রণোদনায় ভালো কাজ করে থাকে। এমনকি বাঁহাতিরা ভিডিও গেমেও দক্ষ হয়ে থাকে।
# এক গবেষণায় দেখা যায়, বয়স বাড়লে নাকি নারীদের জন্ম দেওয়া শিশু বাঁহাতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তবে একটু ব্যতিক্রম হলো ডানহাতিদের তুলনায় বাঁহাতিরা চার হতে ৫ মাস পরে তাদের বয়ঃসন্ধিতে পৌঁছায়।
# আরেক গবেষণায় বলা হয়, বাবা-মা উভয়ই বাঁহাতি হলে, তাদের সন্তানও বাঁহাতি হওয়ার সম্ভাবনা ৫০ শতাংশ।
This post was last modified on এপ্রিল ১০, ২০১৭ 12:13 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বপ্ন দেখে তা মনে রাখা সত্যিই দুষ্কর। আর তাই রাতের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৩০ কার্তিক ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোটা সংস্কার আন্দোলনের সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’- এর অন্যতম সমন্বয়ক…