দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অপু বিশ্বাস ও তার সন্তান আব্রাহামকে নিয়ে গত দু’দিন ধরে দেশজুড়ে চলছে নানা জল্পনা। অপুর টিভি লাইভ প্রোগ্রামে আসার পর শুরু হয় সমালোচনা। অবশেষে শাকিব খান লাইভ টিভি চ্যানেলে এসে স্ত্রী-সন্তানকে স্বীকৃতি দিলেন এবং উদ্ভুত পরিস্থিতিকে একটি ষড়যন্ত্র হিসেবে মনে করছেন।
ইনডিপেনডেন্ট টিভিতে দেওয়া এক লাইভ সাক্ষাৎকারে শাকিব খান অনেক কথা বলেছেন। তিনি নিজের সন্তানকে গুরুত্বের সঙ্গে বিবেচনায় এনে বিয়ে স্ত্রী ও সন্তানকে স্বীকৃতি দেন।
শাকিব খান তার সাক্ষাৎকারে বলেন, শাকিব খানের ছেলেকে শাকিব খানের মতো প্রেজেন্টেশন দিয়েই আনতে চেয়েছিলাম। তবে কোনো ষড়যন্ত্রের কারণে সেটি হয়নি। শুধুমাত্র আব্রাহামের কারণেই আমি অনেক কিছু মেনে নিয়েছি। আই লাভ মাই সান।
অপু বিশ্বাসের অবস্থান সম্পর্কে এক প্রশ্নের জবাবে শাকিব খান বলেন, অপু বিশ্বাস যেহেতু আমার সন্তানের মা তাই সে আমার স্ত্রী। আর আমার সন্তানের মা হিসেবে তার অবস্থান অনেক উপরে। শাকিব খান তাঁর সাক্ষাৎকারে আরও অনেক কথা বলেছেন।