দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রকাশিত হযেছে আর্শিনা প্রিয়ার বহুল আলোচিত মিউজিক ভিডিও ‘আর্শিনা প্রিয়া এপি’ গানটি। বিগ বাজেটের এই ভিডিওতে প্রিয়ার সঙ্গে মডেল হয়েছেন জাহিদ জন এবং সাঞ্জু। বাংলা নববর্ষ উপলক্ষে গানটি ইউটিউবে উন্মুক্ত করা হয়েছে।
‘আমি এক রূপকুমারী আর্শিনা প্রিয়া’ গানটি লিখেছেন জিয়া উদ্দিন আলম। সুর এবং সঙ্গীতায়োজন করেছেন মুশফিক লিটু। ভিডিও পরিচালনা করেছেন চন্দন রায়। কোরিওগ্রাফি করছেন শিল্পী আর্শিনা নিজেই।
তার নতুন মিউজিক ভিডিও প্রসঙ্গে আর্শিনা প্রিয়া বলেছেন, `দর্শকদের অপেক্ষার পালা শেষ হয়েছে’। এটি বাংলাদেশের এই বছরের সবচেয়ে হটেস্ট মিউজিক ভিডিওর একটি বলে আমি মনে করি। বাংলা নববর্ষ উপলক্ষে আমার দর্শকদের জন্য এটি উপহার।
উল্লেখ্য, প্রবাসী এই অভিনেত্রী, নৃত্যশিল্পী এবং সঙ্গীতশিল্পীর ‘এপি’ অ্যালবাম হতে এই গানটি নেওয়া হয়েছে।