দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোম্যাক্স নতুন দুইটি ফোন বাজারে ছেড়েছে। ফোন দুইটির মধ্যে একটির মডেল ইভোক পাওয়ার। অপরটির মডেল ইভোক নোট।
ইভোক পাওয়ার ফোনটিতে রয়েছে ৫ ইঞ্চির ডিসপ্লে। ফোনটির ডিসপ্লের রেজুলেশন ৭২০ পিক্সেল। ফোনটিতে ১.৩ গিগাহার্জের মিডিয়াটেক চিপসেট ব্যবহার করা হয়েছে। এতে রয়েছে ২ জিবি র্যাম এবং ১৬ জিবি বিল্টইন মেমোরি। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি বাড়ানোর সুযোগও রয়েছে।
এই ফোনটিতে ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও রয়েছে। ডুয়েল সিমের এই ফোনটিতে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে। নতুন এই ফোনটি অ্যানড্রয়েড ৬.০ মার্শম্যালো অপারেটিং সিস্টেম চালিত।
অপর ইভোজ নোট ফোনটিতে রয়েছে ৫.৫ ইঞ্চির ডিসপ্লের রেজুলেশন ১০৮০ পিক্সেল। এতে রয়েছে ১.৫ গিগাহার্জের অক্টাকোর মিডিয়াটেক এমটি৬৭৫৩ চিপসেট। এই ফোনটিতে ৩ জিবি র্যাম ও ৩২ জিবি বিল্টইন মেমোরি রয়েছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি বাড়ানোর সুযোগ তো থাকছেই।
ইভোজ নোট ফোনটিতে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ও ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে এই ফোনটিতে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সম্বলিত এই ফোনটিতে ডুয়েল সিম স্লট।
অ্যানড্রয়েড ৬.০ মার্শম্যালো অপারেটিং সিস্টেম চালিত এই নতুন ফোনটিতে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে। ইভোক পাওয়ার ফোনটির মূল্য ১০৮ ডলার। অপরদিকে ইভোক নোটের মূল্য ১৪৬ ডলার।