The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

শিশু হাতির শুঁড় কামড়ে ধরা কুমিরের অবস্থা দেখুন ভিডিওতে! [ভিডিও]

আলেক্সান্দ্রা মাকানগা নামের একজন ভিডিওটি অনলাইনে তুলে আপলোড করেছেন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা জিয়োগ্রাফিক চ্যানেলে কুমিরের খাদ্য শিকারের অনেক ভিডিও দেখেছি। কিন্তু আজকের ভিডিওটি একটু ব্যতিক্রমী।

প্রকৃতির রূপ এক অন্যরকম। প্রকৃতি মানুষকে অনেক আনন্দ দেয়। যেমন ছোট এক ভিডিও-তে সেই প্রকৃতির এক ঝলক দেখতে পারবেন। আলেক্সান্দ্রা মাকানগা নামের একজন ভিডিওটি অনলাইনে তুলে আপলোড করেছেন। লাখ লাখ মানুষ দেখে যাচ্ছেন এই ভিডিওটি।

এই ভিডিও-তে দেখা যাচ্ছে, এক দল হাতি ছোট এক জলাশয়ের ধারে এসে হাজির হয়েছে। জলাশনের ধারে পানিতে চড়ে বেড়াচ্ছে। এমন সময় হঠাৎ কথা নেই বার্তা নেই ঘাসের আড়াল থেহতে এক হিংস্র কুমির একটা শিশু হাতির শুঁড় কামড়ে ধরলো। ধারালো-শক্তিশালী দাঁত ও চোয়াল হতে মুক্তি পাওয়া বড়ই কঠিন কাজ। আচমকা এমন নিষ্ঠুর আক্রমণের শিকার হয়ে ভয়ে পেয়ে গেলো বাচ্চা হাতিটা। তবে প্রথমে অন্য হাতিগুলোও ভয়ে পিছিয়ে যায় কিছুটা। পানির এই অতিশক্তিমান দানবের হাতে বুঝি বাচ্চা হাতিটার প্রাণ যায়!

তবে ভয় পেলেও থেমে থাকেনি শুঁড় ছুটিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করতে থাকে হাতি শাবকটি। কুমিরও ছাড়ার পাত্র নয়। পরে বিশাল আকৃতির এক হাতি এগিয়ে গেলো বাচ্চাটিকে বাঁচাতে। হাতির পা বলে কথা। তার কাছে শেষ পর্যন্ত হার মানলো কুমির। অবশেষে শুঁড়টিকে ছাড়িয়ে নিতে সমর্থ হলো আক্রান্ত শিশু হাতি।

জানা গেছে, এই ঘটনাটি ঘটেছে মালাউয়ির ন্যাশনাল পার্কে। এক সাফারি বোট হতে বায়োমেডিক্যাল সায়েন্টিস্ট মাকানগা দৃশ্যটি ধারণ করতে সক্ষম হন।

দেখুন সেই ভিডিওটি

Loading...